‘মনোনয়নপত্র বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন’, বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীকে ইসি
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপির আরেক প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ইসি এই সিদ্ধান্ত ঘোষণা করে।
এর আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করে ইসিতে আপিল করেছিল দুটি ব্যাংক। শুনানিতে দীর্ঘ যুক্তি-তর্ক শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল, মাসুদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বহাল রাখার সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি প্রার্থীকে সতর্ক করে বলেন, 'মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা [ঋণ] দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।'
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে অংশ নেন। তিনি দাবি করেন, বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ব্যক্তিগতভাবে কোনো ঋণ নেননি; তিনি শুধু জামিনদার (গ্যারান্টার) ছিলেন।
অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল গ্রহণ করেছে ইসি। শুনানিতে তাকে ঋণখেলাপি সাব্যস্ত করে তার প্রার্থিতা বাতিল করা হয়।
জাতীয় নির্বাচনের আগে রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তাদের আপিল শুনানির অংশ হিসেবে ইসি এই সিদ্ধান্তগুলো জানাল।
