ইসি, প্রশাসনকে চাপ প্রয়োগ করা তারেক রহমানের পরিকল্পনা কি-না জানতে চাইলেন নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তার পরিকল্পনা কি নির্বাচন কমিশন, প্রশাসনেকে চাপ প্রয়োগ করা, গণভোটে না জেতানো, ঋণখেলাপিদের সংসদে নেওয়া।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে নির্বাচনকে সুষ্ঠু করার, সংস্কারের পক্ষে যেন 'হ্যা' ভোট পড়ে এবং রাজনৈতিক দলগুলো যেন দায়িত্বশীল আচরণ করে।
এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে আমরা দায়িত্বশীল আচরণ পাচ্ছি না। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা—তার কোন পরিকল্পনা কি না জনমনে এমন প্রশ্ন জাগছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে 'না' জেতানো—তার পরিকল্পনা কি না এসব নিয়ে আমাদের সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।
তিনি আরো বলেন, তার পরিকল্পনা যদি এটা থাকে যে নির্বাচন নিরপেক্ষ হবে না, ভোটকেন্দ্র দখল হবে, প্রশাসন দলীয়করণ হবে, ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার দলের পক্ষে রায় নিয়ে আসবে, তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নিবে না। বাংলাদেশের তরুণ সমাজ এটা মেনে নিবে না। আমরা এটাও বলবো যে, তার পরিকল্পনা এটা কি না যে ঋণখেলাপিদের সংসদে নিবে। দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের সংসদে নিবে। ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত।
