ওসমান হাদি হত্যা: বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা চট্টগ্রাম ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের উদ্যোগে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু হয়।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন। বিকেল সাড়ে ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলমান ছিল। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, 'শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।'
অবস্থান চলাকালীন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেগুলো হলো— 'নারায়ে তাকবির', 'ইনকিলাব জিন্দাবাদ', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'যদি চাও মুক্তি, ছাড়ো ভারত প্রীতি', 'সাইদ থেকে হাদি, আজাদী আজাদী', 'হাদি হত্যার বিচার চাই', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', এবং 'উই ওয়ান্ট জাস্টিস' ইত্যাদি।
