নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা জোরদার: টার্মিনাল ড্রাইভওয়েতে দর্শনার্থী ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ
আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা এবং প্রথম শ্রেণির কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে যাত্রী ব্যতীত সকল ধরনের দর্শনার্থী এবং সব প্রকার যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে আগত যাত্রী বহনকারী সকল যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং অথবা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করতে হবে। সেখান থেকেই যাত্রী ওঠানামা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে; বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবলমাত্র যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশকৃত যানবাহন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পার্কিং টোল আদায় করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারবর্গের যাতায়াতের সময় প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে প্রটোকলের জন্য নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শন সাপেক্ষে সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারবেন।
