আসামে অবৈধ বসতি উচ্ছেদ নিয়ে সহিংসতায় নিহত ২, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনী
ভারতের আসাম রাজ্যের পশ্চিম কার্বি আংলং জেলায় সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অবৈধ বসতি উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট এই সহিংসতায় এখন পর্যন্ত দুজন নিহত এবং ৩৮ পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) হারমিত সিং বিষয়টি নিশ্চিত করেছেন।
সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খেরোনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিজিপি হারমিত সিং জনগণকে সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, 'সেনাবাহিনীর কলাম এখানে পৌঁছেছে এবং তারা এসব এলাকায় টহল দিয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।'
তিনি সমাজের বয়োজ্যেষ্ঠদের প্রতি আহ্বান জানান, তারা যেন 'বিপথগামী' যুবকদের বোঝান যে, কেবল আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। গত দুই দিনের সহিংসতার ঘটনা পুলিশ তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই দোষীদের গ্রেপ্তার করা হবে।
উপজাতীয় অঞ্চলের ভিজিআর (ভিলেজ গ্রেজিং রিজার্ভ) এবং পিজিআর (প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ) ভূমি থেকে কথিত অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদের দাবিতে গত ১৫ দিন ধরে অনশন করছিলেন কার্বি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। অভিযোগ রয়েছে, ওই বসতি স্থাপনকারীদের অধিকাংশই বিহার থেকে এসেছেন।
গত সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে পুলিশ আন্দোলনস্থল থেকে তিনজন অনশনকারীকে তুলে নিয়ে যায়। প্রশাসন দাবি করেছিল, চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে এই ঘটনার জেরে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে ব্যাপক ভাঙচুর ও সহিংসতায় লিপ্ত হয় যা পরবর্তীতে বড় আকার ধারণ করে।
