তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা-লন্ডন রুটে বিমানের সব টিকিট শেষ
আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ঢাকা-লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সংস্থাটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। ধারণা করা হচ্ছে, ২৪ ডিসেম্বর বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাধারণত বছরের এই সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার রুটগুলোতে যাত্রীদের চাপ বেশি থাকে। বড়দিনের ছুটিতে অনেক প্রবাসী দেশে ফেরেন।'
তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভ্রমণের কারণে টিকিটের বাড়তি চাহিদা তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, 'এটি একটি কারণ হতে পারে। তবে সচরাচর বছরের এই সময়ে আমাদের এসব রুটে যাত্রীদের অনেক চাপ থাকে।'
বর্তমানে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। সপ্তাহের সোম ও মঙ্গলবার এই রুটে কোনো ফ্লাইট নেই।
বিএনপি জানিয়েছে, ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে আগমনী প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার বিমানবন্দরে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিনিধিদলে ছিলেন দলের নিরাপত্তা ইউনিটের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ জানান, তারা বিমানবন্দরের ব্যবস্থাপনা এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল এবং পরে গুলশানে চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাতায়াতের রুট পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, দলের নিরাপত্তা টিম সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে পৃথকভাবে সমন্বয় করে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
