২৫ ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। গত বছর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ তৈরি হলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাস নিতে হবে।
এ বিষয়ে গত মাসে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, 'তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।'
এদিকে বিএনপি সূত্র ও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
