অধ্যাদেশ জারির দাবিতে ফের হাইকোর্ট মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ফের হাইকোর্ট মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
এর আগে, দাবির বিষয়ে আলোচনা করতে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে তারা আলোচনা করে ফিরে আসার আগেই হাইকোর্ট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মাহবুবুর রহমান নাঈম বলেন, 'প্রতিনিধিরা মন্ত্রণালয়ে গেলেও কর্তৃপক্ষ এক দফা দাবির বিষয়ে টালবাহানা করছে। এ কারণে আমরা সড়ক অবরোধ করেছি।'
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, 'শিক্ষার্থীদের প্রতিনিধি দল আলোচনা করে ফিরে আসার আগেই তারা সড়ক অবরোধ করেছেন। যান চলাচল বন্ধ রয়েছে।'
এর আগে রবিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাইকোর্ট মোড়ে সড়ক অবরোধ করে রাখেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের একাংশ রাতে শিক্ষাভবনের সামনে অবস্থান করেন।
সোমবার বেলা ১১টা থেকে শিক্ষা ভবনের সামনের সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করেন তারা
