একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
ডেঙ্গুর সংক্রমণ আবারও দ্রুত বাড়তে থাকায় আজ রোববার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, ফলে চলতি বছরে মোট শনাক্তের সংখ্যা ৯০ হাজারেরও বেশি ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সর্বশেষ হিসাব যুক্ত হওয়ায় ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন।
অধিদপ্তর জানায়, সর্বশেষ মৃত্যুর মধ্যে ৩ জন মারা গেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের মধ্যে একজন করে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডে।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী আছেন ৮৭৩ জন, আর সারাদেশে হাসপাতালে ভর্তি আছেন মোট ২ হাজার ৪৫৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের ৬০.৯ শতাংশ পুরুষ এবং ৩৯.১ শতাংশ নারী।
গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে দেশজুড়ে শনাক্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছিলেন ১ লাখ ৪০ জন রোগী।
