৫.৩ মাত্রার ভূমিকম্প মিয়ানমারের উপকূলে, থাইল্যান্ডেও অনুভূত
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানায়, সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
প্রতীকি ছবি
মিয়ানমারের উপকূলে শনিবার সকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন পাশের দেশ থাইল্যান্ডেও অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানায়, সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের দাউই থেকে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে ২৬৭ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
