নির্বাচনের আগে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ১১ এজেন্ডা নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ৬ টি দলের সঙ্গে সংলাপ শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি সভার শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত করা ১১ দফা আলোচ্যসূচি তুলে ধরেন।
১১ দফায়―ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে সংলাপে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর করণীয় নির্ধারণ, তফসিল ঘোষণার পর আচরণ বিধি কঠোরভাবে মানা, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের সঙ্গে অঙ্গীকারনামা সম্পাদন, বিদেশে ভোট ও দেশের ভিতরে ডাক ভোট বাস্তবায়ন, নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, লিঙ্গ, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা, ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিওর মাধ্যমে প্রতিপক্ষ, লিঙ্গ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা বিষয়গুলো অন্তর্ভুক্ত।
সকালে অংশ নেওয়া দলগুলো হলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
গত মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেন, '১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে।'
তিনি আরও জানান, মাসের মধ্যে দলগুলোর সঙ্গে মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।'
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকালে দুই দফায় ৬টি করে রাজনৈতিক দলের নেতাদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে জাতীয় পার্টিসহ নিবন্ধিত দলগুলো ডাকার পরিকল্পনা আছে।
ইসি সূত্রে জানা গেছে, প্রতিটি সেশনে ছয়টি দল থেকে মোট ১৮ জন প্রতিনিধি অংশ নেবেন। সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫টি নিবন্ধিত দলের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
