মোহাম্মদপুরে মোটরসাইকেল থেকে ছোড়া ককটেলে গ্যারেজে আগুন
রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনায় প্রাথমিক তদন্তে ককটেল বিস্ফোরণকে কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুরের বেরীবাধ এলাকায়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ক্যাম্পাসের কাছে ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে দুটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, 'তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে এসে একটি বস্তু নিক্ষেপ করে, যা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। প্রথমে পিকআপ ভ্যানে আগুন লাগে, বিস্ফোরণে এর ছাদ উড়ে যায়, পরে আগুন পাশের দুটি মাইক্রোবাসে ছড়িয়ে পড়ে।'
তিনি আরও বলেন, 'ঘটনাটিকে অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।'
