১৬ মাস বেতন না পেয়ে অনশনে কমিউনিটি ক্লিনিকের ৬৩৪ কর্মী
১৬ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ৬৩৪ জন কর্মী অনশন কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে অবস্থিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ের সামনে তারা টানা অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সভাপতি ড. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, '১৬ মাস ধরে তারা বেতন-বোনাস কিছুই পাননি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি দ্রুত সমাধানের জন্য।'
অবস্থানকারীরা জানান, সরকারি নিয়োগবিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ২০২৩ সালের মার্চে সিএইচসিপি পদে যোগদান করেন। যোগদানের পর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা পেলেও ওই বছরের জুলাই থেকে তা বন্ধ রয়েছে।
তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও অজানা কারণে বেতন-ভাতা আটকে রাখা হয়েছে। তাই বকেয়া বেতন ও ভাতার দাবিতে তারা অনশন কর্মসূচি পালন করছেন।
