সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান গ্রেপ্তার
 
পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডির কার্যালয়ে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
মশিউর রহমানকে গ্রেপ্তারের তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
তিনি টিবিএসকে বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে তাকে গ্রেপ্তারের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল। আমরা [ডিবি] আইসিটি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিআইডির ডিটিএস স্কুল থেকে তাকে গ্রেপ্তার করি।'
তিনি আরও বলেন, 'পরবর্তীতে তাকে আইসিটিতে হস্তান্তর করা হয়।'

 
             
 
 
 
 
