প্যারিসের ল্যুভ জাদুঘরে গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ২
প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান রাজমুকুট, গয়না চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফরাসি গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসির।
প্যারিস প্রসিকিউটর কার্যালয়ের বরাতে বলা হয়েছে, চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার বিশ্বের সর্বাধিক দর্শনার্থীর আসা ল্যুভ জাদুঘর থেকে ৮৮ মিলিয়ন ইউরো (৭৬ মিলিয়ন পাউন্ড; ১০২ মিলিয়ন ডলার) মূল্যের সামগ্রী চুরি হয়ে যায়। চারজন চোর শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে দিনের আলোয় জাদুঘরে ঢুকে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ফ্রান্সের এক মন্ত্রী স্বীকার করেছেন যে নিরাপত্তা ব্যবস্থা 'ব্যর্থ' হয়েছে, যার ফলে দেশটির একটি 'ভয়াবহ চিত্র' বিশ্বের কাছে উঠে এসেছে।
এক বিবৃতিতে প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কতজনকে হেফাজতে নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।
বিশেষায়িত পুলিশ কর্মকর্তারা তাদের সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটি নিয়ে 'প্রাথমিক তথ্য প্রকাশ করায়' তদন্তের কাজে ক্ষতি হয়েছে। কারণ এটি চুরি হওয়া গয়না উদ্ধারে ও চোরদের খুঁজে বের করতে বাধা সৃষ্টি করছে।
খবরে বলা হয়েছে, চক্রটি সকাল সাড়ে ৯টায় ( গ্রিণিচ মান সময় সকাল সাড়ে ৬টায়) জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলার কিছুক্ষণ পরই সেখানে পৌঁছায়।
সন্দেহভাজনরা একটি গাড়িতে লাগানো যান্ত্রিক লিফট নিয়ে আসে, যার সাহায্যে তারা সেন নদীর পাশের একটি বারান্দা দিয়ে 'গ্যালারি দা'পোলোন' (গ্যালারি অব অ্যাপোলো) তে প্রবেশ করে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি মই প্রথম তলার একটি জানালার দিকে হেলান দিয়ে রাখা ছিল।
চোরদের মধ্যে দুজন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে জানালা কেটে জাদুঘরের ভেতরে প্রবেশ করে।
এরপর তারা নিরাপত্তা প্রহরীদের হুমকি দেয়, যার ফলে প্রহরীরা ভবনটি খালি করে দেয়। পরে চোরেরা দুটি প্রদর্শনী কেসের কাচ কেটে সেখান থেকে গয়না নিয়ে যায়।
ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে যে জাদুঘরের যে অংশে ডাকাতি হয়েছে, সেই এলাকার প্রতি তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।
ফরাসি পুলিশ জানিয়েছে, চোরেরা মাত্র চার মিনিটের জন্য জাদুঘরের ভেতরে ছিল এবং সকাল ৯টা ৩৮ মিনিটে বাইরে অপেক্ষমাণ দুটি স্কুটারে চড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর ফ্রান্সের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
