আর লুকিয়ে নয়, অবশেষে 'প্রকাশ্যে ডেট’ করছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
কয়েক মাস ধরে তাদের দেখা মিলছিল অস্পষ্ট ও দূর থেকে—যেন আর্কটিক অঞ্চলের কোনো বন্যপ্রাণীর ছবি। জুলাই মাসে তাদেরকে প্রথমে কুকুরকে বাইরে হাঁটাতে নিয়ে যাওয়ার সময় এবং পরে মন্ট্রিলের একটি রেস্টুরেন্টে একসঙ্গে খাবার খেতে দেখা যায়। এরপর নেমে আসে সেই জল্পনা-কল্পনা—তারা কি সত্যিই নতুন প্রেমিক-প্রেমিকা?
অবশেষে সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় এক তিমি দেখতে যাওয়া ভ্রমণ থেকেই আসে সবচেয়ে বড় 'সাক্ষ্য'—এক যাত্রী দূর থেকে একটি ইয়টে জড়িয়ে থাকা এক রোমান্টিক যুগলের ছবি তুলেছিলেন।
ছবিটি বড় করে দেখার পর ফটোগ্রাফার বুঝতে পারেন, ছবির একজন আসলে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার হাতে থাকা আদিবাসী নকশার উল্কিটি তাঁকে চেনাতে সাহায্য করে। তবে আশ্চর্যের বিষয়, তিনি বুঝতে পারেননি যে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে থাকা নারীটি আর কেউ নন, বিশ্ববিখ্যাত পপ তারকা কেটি পেরি। তারা ছিলেন কেটির নিজস্ব ৭৮ ফুট লম্বা, নান্দনিক মোটর ইয়ট ক্যারাভেলে।
বছরটা দুজনের জন্যই ছিল বেশ অদ্ভুত। জাস্টিন ট্রুডো জানুয়ারিতে তার পদত্যাগের ঘোষণা দেন, ফলে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব সামলাতে হয় তার অনুপস্থিতিতে। এপ্রিলে তার স্থলাভিষিক্ত হন নতুন নেতা।
অদ্ভুতভাবে, ঠিক সেই একই মাসেই কেটি পেরি পৃথিবী ত্যাগ করেন—অর্থাৎ এক অস্বাভাবিক ও কিছুটা অদ্ভুত ভাবেই সেলিব্রিটি মহাকাশভ্রমণে বের হন। তিনি, গেইল কিং এবং তৎকালীন বেজোস-বাগদত্তা লরেন সানচেজ একসঙ্গে বেজোসের ব্লু অরিজিন রকেটে চড়ে পৃথিবীর একেবারে প্রান্তসীমায়, থার্মোস্ফিয়ার পর্যন্ত উড়ে যান।
কোনও অস্পষ্ট কারণে, এই মহাকাশভ্রমণ কেটি পেরিকে হাসির খোরাক বানিয়ে দিয়েছে। সম্ভবত মহাকাশ থেকে ফেরার আসার পর মাটিতে চুম্বন দেওয়ার মুহুর্ত, কিংবা পুরোপুরি মহিলা ক্রু-সহ "গার্ল-বস" ভাবের যাত্রা, যা কিছুটা পুরনো বা প্রহসনসুলভ মনে হতে পারে। নাকি এসব নেতিবাচক অনুভূতি ব্যক্তিগতভাবে পেরির ওপর চাপানো হয়েছিল—সম্ভবত ওরল্যান্ডো ব্লুম-নেতৃত্বাধীন কোনো নেতিবাচক পাবলিসিটি প্রচারণাও হতে পারে?
কারণ আমরা শীঘ্রই জানব, পেরি তার বাগদত্তা 'লেগোলাসের' কাছ থেকে আলাদা হচ্ছেন।
যে কোনো কারণেই হোক, মুহূর্তের মধ্যে তিনি "পপ প্রিন্সেস থেকে আমেরিকার প্রিয় হাস্যরসের প্রতীক" হয়ে উঠলেন।
তবে তার পরবর্তী রোমান্টিক উত্তরণের ধীরগতি তার ব্র্যান্ডকে গভীর সংকট থেকে রক্ষা করেছে। মিডিয়া এই সম্পর্ককে গুরুতরভাবে নয় বরং মজার ছলে দেখছে। উদাহরণস্বরূপ, দ্য অনিয়ন কৌতুক করে বলেছে, "কেটি পেরি প্রকাশ করলেন নতুন গান, যেখানে কানাডিয়ান উৎপাদনের শ্রেষ্ঠত্বের প্রশংসা করা হয়েছে।" এটিকে তারা একে মনের "বাণিজ্য যুদ্ধ" হিসেবে বর্ণিত করেছে, সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক তার ব্র্যান্ডের জন্য লাভজনক।
এখন তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কটি স্বীকার করেছেন এবং পপ ক্রেভ বলছে, "কেটি পেরি ও জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে ডেট করছেন।"
এবং এখান দেখা যাচ্ছে, কেটি পেরি সব সেরা ইংরেজি ট্যাবলয়ডের প্রথম পাতায় জায়গা করে নিয়েছেন। শনিবার পেরির জন্মদিন ছিল। তিনি প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে বড় একটি পার্টির আয়োজন করেছিলেন। তিনি ও ট্রুডো কেবল হাত ধরে রাখেননি, বরং সম্ভবত পার্টি একসঙ্গে ছেড়েও যান। তাদের একসঙ্গে সত্যিই দুর্দান্ত দেখাচ্ছিল।
