কসোভোর নাগরিকত্ব পেলেন পপ তারকা ডুয়া লিপা

'আমার দুইটি দিক এখন এক হয়ে গেছে মনে হচ্ছে' কসোভোর নাগরিকত্ব পাওয়ার পর এমন মন্তব্য করেছেন পপ তারকা ডুয়া লিপা। খবর বিবিসির।
ডুয়া লিপার মা-বাবা কসোভো-আলবানিয়ান বংশোদ্ভূত। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। কসোভো স্বাধীনতা লাভের পর তার মা-বাবা দেশে ফিরে গেলে তখন ১১ বছর বয়সে কসোভোর রাজধানী প্রিস্টিনায় অল্প কিছু সময়ের জন্য ছিলেন ডুয়া লিপা।
কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সে অনুষ্ঠানে বলেন, এটি আমাদের জন্য 'সম্মানের' যে আমরা ডুয়া লিপাকে নাগরিকত্ব দিতে পেরেছি এবং তিনি আমাদের দেশের ইতিহাসের অন্যতম সবচেয়ে আইকনিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এক বিবৃতিতে লিপা বলেন, 'এই দ্বৈততা পরিপূর্ণ করেছে। আমি সবসময় এটি অনুভব করেছি। আমি এই দেশটিকে ভালোবাসি এবং এটা আমার ও আমার পরিবারের জন্য অনেক অর্থ বহন করে।"
অনুষ্ঠানের ছবি শেয়ার করে কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি এক্সে লিখেছেন, "ডুয়া এবং কসোভো সবসময়ই অবিচ্ছেদ্য। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে, সে আমাদের গল্প গর্ব, শক্তি ও সৌন্দর্যের সঙ্গে তুলে ধরেছে..."
তিনি আরও বলেন, "আমাদের কৃতজ্ঞতা অসীম, ডুয়া কসোভোর জন্য যা যা করেছে এবং যা করছে তার জন্য।"
একটি আলাদা পোস্টে তিনি লেখেন, "কসোভোর রত্ন —ঘরে স্বাগতম।"
লিপা বর্তমানে কসোভোতে তিনদিনব্যাপী সানি হিল ফেস্টিভ্যালের জন্য রয়েছেন। সেখানে শুক্রবার তিনি প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করেছেন।
লিপা প্রায়ই কসোভো দেশের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন এবং সেখানে অসহায় সম্প্রদায়ের সাহায্য করার জন্য একটি চ্যারিটি প্রতিষ্ঠানও গড়েছেন তিনি।
'র্যাডিক্যাল অপ্টিমিজম' গায়িকাকে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে একটি শিশুদের কোরাস স্বাগত জানিয়েছিল। তারা জনপ্রিয় গান 'লেভিটেটিং'র একটি সংস্করণ পরিবেশন করেছিল।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের কসোভো স্থায়ী দূত জোনাথান হারগ্রিভসও উপস্থিত ছিলেন।
তিনি এক্সে লিপার সঙ্গে হাসিমুখে একটি ছবি শেয়ার করে লিখেছেন, যুক্তরাজ্য ও কসোভো উভয়ই গর্বিত এই পপ তারকাকে 'নিজেদের একজন' বলে অভিহিত করতে।
লিপার এখন ব্রিটেন, আলবেনিয়া এবং কসোভোর নাগরিকত্ব রয়েছে।
২০২২ সালে আলবেনিয়ার নাগরিকত্ব পেয়েছিলেন দেশের প্রচার এবং তার সুনাম বৃদ্ধির জন্য।
২০২২ সালে কসোভোর প্রেসিডেন্ট তাকে গৌরবময় রাষ্ট্রদূতের খেতাব দিয়েছিলেন।
এ বিষয়ে ডুয়া লিপা বলেছিলেন, "আমার দেশকে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করার এবং বিশ্বব্যাপী আমার কাজ ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সম্মান ও গর্বের বিষয়।"
শুক্রবার সানি হিল ফেস্টিভ্যালে পারফরমেন্সের পর তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "আমাকে গড়ে তোলা শহরে, এত বেশি উদ্দীপনা, আনন্দ ও গর্বের মাঝে আপনাদের সঙ্গে এই রাতটি ভাগ করে নেওয়া… কী অর্থ বহন করে তা কথায় প্রকাশ করা কঠিন।"
লিপা ২০১৮ সালে তার পরিবারের জন্মস্থানে বাবার সঙ্গে মিলে একটি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করেন।
গত বছর তিনি এ বিষয়ে বলেন, "এটি মূলত যুদ্ধবিধ্বস্ত কসোভোকে মানুষ যেভাবে দেখে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্যই এটি আয়োজন করা হয়েছে।"
কসোভো ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। সার্বিয়ান ও প্রধানত আলবেনিয়ান বসবাসকারীদের মধ্যে দেশটিতে লম্বা সময় উত্তেজনার পর তারা এ স্বাধীনতার ঘোষণা দেয়।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অন্যান্য জি৭ দেশ এবং অধিকাংশ ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র একে স্বীকৃতি দিলেও স্পেন ও গ্রিস স্বীকৃতি দেয়নি।
কিন্তু সার্বিয়া কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয় না, যেমন করেই অধিকাংশ কসোভো ভিত্তিক সার্বিয়ান বংশোদ্ভূত ব্যক্তিরা দেয়নি। রাশিয়া, চীন এবং কয়েকটি আফ্রিকান ও ল্যাটিন আমেরিকান দেশও এর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি।