ইসরায়েলপন্থি এজেন্টকে বরখাস্তের খবর ‘মিথ্যা’, গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ডুয়া লিপা

গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল থেকে ফিলিস্তিনপন্থী একটি ব্যান্ডকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে স্বাক্ষর করায় নিজের এজেন্টকে বরখাস্ত করেছেন—এমন খবরকে 'সম্পূর্ণ মিথ্যা' ও 'উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক' বলে উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা।
সম্প্রতি যুক্তরাজ্যের 'মেইল অনলাইন' এক প্রতিবেদনে দাবি করে, আইরিশ ব্যান্ড 'নিক্যাপ'-এর গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে পারফর্ম করা বন্ধের চেষ্টা করায় ডুয়া লিপা তার সাবেক এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন।
এই প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানান ডুয়া লিপা। তিনি ও তার ট্যালেন্ট এজেন্সি 'ডব্লিউএমই' জানিয়েছে, ডেভিড লেভি ২০১৯ সাল থেকেই তার সঙ্গে কাজ করেন না। অনলাইনে বিভেদ সৃষ্টির জন্য 'ক্লিকবেইট' প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই গায়িকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে ডুয়া লিপা বলেন, 'ডেভিড লেভি বা অন্য কোনো সংগীত নির্বাহীর কার্যকলাপ আমি সমর্থন করি না। তবে সংবাদমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তা-ও আমি উপেক্ষা করতে পারি না। প্রতিবেদনটি শুধু পুরোটাই মিথ্যা নয়, ডেইলি মেইল যে ভাষা ব্যবহার করেছে তা ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক এবং অনলাইনে বিভেদ সৃষ্টির একটি পরিষ্কার প্রচেষ্টা।'
বিবৃতির শেষে ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 'আমি 'ফ্রি প্যালেস্টাইনে' বিশ্বাসী। কিন্তু সংবাদপত্র বিক্রির জন্য একটি বৈশ্বিক ট্র্যাজেডিকে ব্যবহার করাটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়।'
ডব্লিউএমই বলেছে, 'রাজনৈতিক মতাদর্শের কারণে ডুয়া লিপা আমাদের কোনো এজেন্টকে বরখাস্ত করেছেন—এই খবর সম্পূর্ণ মিথ্যা।' সংস্থাটি জানিয়েছে, ডুয়ার ক্যারিয়ারের শুরুর দিকে লেভির ভূমিকা থাকলেও ২০১৯ সালের পর তিনি কেবল উপদেষ্টা হিসেবে কাজ করতেন। এ বছরের শুরুতে তিনি অন্য প্রকল্পে যুক্ত হন। ২০২২ সাল থেকে গায়িকার বাবা দুকাগজিন লিপাই তার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
গত জুন গ্লাস্টনবারি উৎসবে পারফর্ম করে আইরিশ র্যাপ গ্রুপ 'নিলক্যাপ'। ফিলিস্তিনের পক্ষে সোচ্চার এই ব্যান্ডের অন্যতম সদস্য লিয়াম ওগ ও'হানাইধের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা চলছে। এই বিতর্কের জেরেই সংগীত জগতের বেশ কয়েকজন নির্বাহী 'নিলক্যাপ'-এর অংশগ্রহণ বাতিলের জন্য উৎসব আয়োজকদের কাছে আবেদন জানিয়েছিলেন। অভিযোগ রয়েছে, সেই চিঠিতে ডেভিড লেভিও স্বাক্ষর করেছিলেন। তবে সব বাধা পেরিয়ে মঞ্চে ওঠে ব্যান্ডটি এবং দর্শক-শ্রোতাদের নিয়ে 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দেন।
গাজা সংঘাত নিয়ে নিজের অবস্থান বরাবরই স্পষ্ট করেছেন ডুয়া লিপা। তিনি বিভিন্ন সময়ে 'মানবিক যুদ্ধবিরতি'র আহ্বান জানিয়েছেন। এই বছরের মে মাসে গাজার বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি লিখেছিলেন, 'জীবন্ত শিশুদের পুড়িয়ে মারা কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। পুরো বিশ্ব ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে একত্রিত হচ্ছে।'
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় দুই বছরের যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।