আমি একজন সাবেক প্রধানমন্ত্রীকে চুমু খেয়েছি: জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমের গুঞ্জন তবে সত্যি?

সারাদিন নানা খারাপ সংবাদের ভিড়ে কিছু স্বস্তির খবরও প্রয়োজন। আর সেই ক্ষণিকের স্বস্তি এনে দিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। এই যুগলের প্রেমের গুঞ্জন টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল। তবে সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবির মাধ্যমে সে জল্পনার আগুনে যেন ঘি ঢেলেছে।
২০২৫ সালে এখন পর্যন্ত সবচেয়ে অপ্রত্যাশিত সেলিব্রেটি জুটির খেতাব পাওয়ার দৌড়ে এখন রয়েছেন ট্রুডো ও পেরি।
কয়েক মাস আগে ৫৩ বছর বয়সী ট্রুডো ও ৪০ বছর বয়সী 'আই কিসড আ গার্ল' গানের গায়িকা পেরির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি তাদের দুজনের আলিঙ্গনের ছবি প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, দুজন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন।
পেরি চলতি বছরের জুলাইয়ে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ও দ্য লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। তারা বিয়ে করেননি, তবে এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
অন্যদিকে, ট্রুডো মার্চে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। দুই বছর আগে তিনি ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের তিন সন্তান রয়েছে।
যদিও ট্রুডো ও পেরি এখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলো ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গত জুলাইয়ে মন্ট্রিয়লে একটি ঘনিষ্ঠ ডিনারে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে ট্রুডোকে কানাডায় পেরির 'লাইফটাইমস' ট্যুর কনসার্টে দেখা যায়।
পেরি গত বছর সেপ্টেম্বর মাসে প্রকাশ করেন তার সপ্তম অ্যালবাম '১৪৩'। অ্যালবামটি ঘিরে বিতর্কও কম হয়নি। বিশেষত প্রযোজক ড. লুকের সঙ্গে কাজ করায় সমালোচনায় পড়েন তিনি। লুক গায়িকা কেশার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলার সঙ্গে জড়িত।
অ্যালবামের প্রথম সিঙ্গেল 'ওম্যান'স ওয়ার্ল্ড' অনলাইনে তীব্র সমালোচনার মুখে পরে।
ইউরোনিউজ কালচার গানটিকে ব্যঙ্গ করে 'ছদ্ম নারীবাদী বার্তা দেওয়া পশ্চাৎগামী সুরের গান'-বলে উল্লেখ করে।
এর আগে, এ বছরের শুরুর দিকে পেরি সমালোচিত হন একটি বিতর্কিত মহাকাশ ভ্রমণ অভিযানে অংশ নেওয়ায়। তবে বছরের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে, পেরি ও ট্রুডো দুজনেরই ভাগ্য কিছুটা ঘুরছে। বছরের বাকি সময় তাদের জন্য কী নিয়ে আসে তা সময়ই বলবে।