Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
November 02, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, NOVEMBER 02, 2025
একজন গায়কের মৃত্যু, ৩৮ হাজার গান ও একটি প্রশ্ন—রেখে যাওয়া গানগুলো এখন কার?

আন্তর্জাতিক

বিবিসি
28 October, 2025, 11:35 am
Last modified: 28 October, 2025, 11:36 am

Related News

  • দুর্ঘটনা, নাকি বিষ প্রয়োগে হত্যা? জুবিনের মৃত্যু ঘিরে রাজনীতিতে উত্তপ্ত আসাম
  • সম্প্রীতির বার্তা নিয়ে সমগীতের নতুন গান ‘ধর্ম যার যার’
  • যেভাবে বিখ্যাত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ রচিত হয়
  • “ডিঙ্গা ভাসাও সাগরে সাথীরে” … দেখা একবার, কথা বহুবার!
  • বেঙ্গালুরুর রাস্তায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের গানে পুলিশের বাধা

একজন গায়কের মৃত্যু, ৩৮ হাজার গান ও একটি প্রশ্ন—রেখে যাওয়া গানগুলো এখন কার?

বিশাল কলিতা দাবি করেন, তার সংগ্রহে জুবিনের প্রায় ৩৮,০০০ গান রয়েছে, যার মধ্যে এমন কিছু গানও আছে যা আজ আর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিশাল এখন জুবিনের ভক্ত এবং বন্ধুদের একটি বড় নেটওয়ার্কের অংশ, যারা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে তার কাজগুলোকে আরও সহজলভ্য করার এবং তার পরিবারের জন্য রয়্যালটি নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু তিনি কি তা করতে পারবেন?
বিবিসি
28 October, 2025, 11:35 am
Last modified: 28 October, 2025, 11:36 am
জুবিন গার্গ ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন। সূত্র : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বিশাল কলিতার বাড়িটি এখন তার ব্যক্তিগত ক্যাসেট সংগ্রহের কারণে একটি ছোটখাটো জাদুঘরে পরিণত হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে, ৩০ বছর বয়সী এই যুবক সারা দেশ ঘুরে পুরোনো, বাতিল হয়ে যাওয়া ক্যাসেট কিনেছেন এবং গৌহাটি শহরে তার বাড়িতে যত্ন করে সেগুলো সাজিয়ে রেখেছেন। গত মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এই সংগ্রহে শত শত সিডি এবং বিশ্বের বিভিন্ন সঙ্গীতশিল্পীর দুর্লভ পোস্টারও রয়েছে।

কিন্তু দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে রাজ্যের জনপ্রিয় গায়ক ও সুরকার জুবিন গর্গের ডিস্কোগ্রাফি। আসামের একজন সাংস্কৃতিক আইকন হিসেবে পরিচিত জুবিন গত মাসে সিঙ্গাপুরে মারা যান, যা তার লক্ষ লক্ষ ভক্তকে শোকাহত করে। বিশাল কলিতা দাবি করেন, তার সংগ্রহে জুবিনের প্রায় ৩৮,০০০ গান রয়েছে, যার মধ্যে এমন কিছু গানও আছে যা আজ আর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।

মৃত্যুর মাত্র কয়েকদিন আগে, গত ১৬ সেপ্টেম্বর, জুবিন স্বয়ং বিশাল কলিতার বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এই সংগ্রহ তাকে তার নিজেরই 'বহুদিন ভুলে যাওয়া' কিছু সৃষ্টির কথা মনে করিয়ে দিয়েছে। বিশাল এখন জুবিনের ভক্ত এবং বন্ধুদের একটি বড় নেটওয়ার্কের অংশ, যারা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে তার কাজগুলোকে আরও সহজলভ্য করার এবং তার পরিবারের জন্য রয়্যালটি নিশ্চিত করার চেষ্টা করছেন।

"এই ক্যাসেটগুলোর মধ্যে কিছু এতটাই পুরোনো যে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি এগুলোকে আবার মানুষের স্মৃতির মধ্যে ফিরিয়ে আনতে চাই," তিনি বলেন।

কিন্তু তিনি কি তা করতে পারবেন?

সঙ্গীতের মালিকানা: এক জটিল বিশ্ব

প্রযোজক, পরিবেশক এবং মিউজিক লেবেলের এক জটিল নেটওয়ার্কের মধ্যে মালিকানা ছড়িয়ে ছিটিয়ে থাকায়, জুবিনের অনেক গানই কপিরাইট লঙ্ঘনের ঝুঁকি ছাড়া অনলাইনে আপলোড করা সম্ভব নয়।

এবং এই সমস্যা শুধু জুবিনের ক্ষেত্রেই নয়—সঙ্গীতের মালিকানা বিশ্বজুড়েই একটি দীর্ঘ বিতর্কিত বিষয়। উদাহরণস্বরূপ, ১৪ বার গ্র্যামি বিজয়ী গায়িকা টেলর সুইফটকে তার নিজের সমস্ত গানের মালিকানা পাওয়ার জন্য তার পুরোনো অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করতে হয়েছিল। অন্যদিকে, অনেক সঙ্গীতশিল্পী তাদের কাজের ওপর সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ ধরে রাখতে নিজেদের লেবেল শুরু করেছেন। ভারতেও, সঙ্গীতের মালিকানা নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে, যেখানে চুক্তিগুলো প্রায়শই শিল্পী বা নির্মাতাদের চেয়ে প্রযোজক এবং লেবেলের পক্ষে থাকে।

জুবিনের মৃত্যুর পরপরই তার ভক্তরা এই জটিল জগতের একটি ঝলক দেখতে পান। তার অন্যতম জনপ্রিয় গান 'মায়াবিনী রাতির বুকুত' একটি জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে খুঁজতে গিয়ে তারা দেখেন যে গানটি সেখানে নেই। পরে একজন ব্যবহারকারী গানটি আপলোড করলেও, লাইসেন্সিং সমস্যার কারণে এক সপ্তাহের মধ্যেই তা সরিয়ে ফেলা হয়।

চলচ্চিত্র নির্মাতা এবং জুবিনের বন্ধু মানস বড়ুয়া বিবিসিকে বলেন, "তার শত শত গান রয়েছে যার মালিকানা খুঁজে বের করা কঠিন অথবা বিতর্কিত।"

ভারতে কপিরাইট আইন

দিল্লি-ভিত্তিক মেধাস্বত্ব আইনজীবী নীল ম্যাসন বলেন, ভারতে সঙ্গীতের মালিকানা মূলত ১৯৫৭ সালের কপিরাইট আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেখানে গানের কথা, সুর এবং সাউন্ড রেকর্ডিংয়ের জন্য আলাদা আলাদা কপিরাইট রয়েছে।

গানের কথা এবং সুরের "প্রথম মালিক" হলেন যথাক্রমে গীতিকার এবং সুরকার। কিন্তু যখন সাউন্ড রেকর্ডিংয়ের কথা আসে, তখন "প্রযোজককেই রচয়িতা হিসেবে গণ্য করা হয়", তাই তিনিই হন প্রথম মালিক, বলেন মিস্টার ম্যাসন। মালিকরা চাইলে মালিকানা হস্তান্তর করতে পারেন বা লাইসেন্সিংয়ের মাধ্যমে তৃতীয় পক্ষকে একচেটিয়া বা অ-একচেটিয়াভাবে অধিকার প্রদান করতে পারেন। যদি কাগজপত্র যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ না করা হয়, তবে এটি একটি জটিল এবং প্রায়শই খুঁজে বের করা অসম্ভব এমন একটি নেটওয়ার্কে পরিণত হতে পারে।

জুবিনের গানের মালিকানা কার?

৩৩ বছরের দীর্ঘ কর্মজীবনে, ৫২ বছর বয়সী জুবিন ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন। তার কিছু গানের মালিকানা তার নিজের লেবেলের কাছে থাকলেও, ১৯৯০ এবং ২০০০-এর দশকের অনেক গানের মালিকানা প্রযোজক এবং পরিবেশকদের কাছে, যারা তাকে রয়্যালটি প্রদান করেন।

মানস বড়ুয়া বলেন, "প্রযোজকরা কপিরাইট পরিবেশকদের কাছে হস্তান্তর করেছিলেন। কয়েক দশক ধরে, এই ধরনের কপিরাইট হস্তান্তর কোনো টাকা ছাড়াই করা হতো। ক্যাসেট এবং সিডি ছাড়া প্রযোজকদের সঙ্গীত থেকে অর্থ উপার্জনের আর কোনো উপায় ছিল না। তাই, তারা পরিবেশকদের ওপর নির্ভরশীল ছিলেন।"

সঙ্গীতের মালিকানা ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয় যখন বেসরকারি রেডিও স্টেশনগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে সঙ্গীত মালিকদের কাছ থেকে লাইসেন্স কেনা শুরু করে এবং অনলাইন স্ট্রিমিংয়ের সাথে সাথে তা বহুগুণে বৃদ্ধি পায়।

সঙ্গীত সাংবাদিক অনুরাগ টগট বলেন, "ভারতের সঙ্গীত লাইসেন্সিং ব্যবস্থা বছরের পর বছর ধরে বিকশিত হয়েছে এবং এখন ফোকাস রয়্যালটি থেকে মালিকানার দিকে সরে গেছে। অনলাইন স্ট্রিমিং বিপ্লব মালিকানার গুরুত্ব এবং ভবিষ্যতে উদ্ভূত হতে পারে এমন অর্থনৈতিক সুযোগগুলোকে তুলে ধরেছে।"

জুবিনের ক্ষেত্রে, বেশ কয়েকটি গানের মালিকানা অনিশ্চিত বা বিতর্কিত। এর মধ্যে কিছু গান অনলাইনে পাওয়া যায়, যা সাধারণ ব্যবহারকারীরা আপলোড করার পর বারবার সরিয়ে ফেলা হয়। এছাড়াও, জুবিনের অনেক পুরোনো ট্র্যাক কখনও ডিজিটালাইজ করা হয়নি এবং সেগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

অসমীয়া চলচ্চিত্র প্রযোজক এবং জুবিনের সহযোগী শ্যামন্তক গৌতম, জুবিনের লেখা, গাওয়া এবং সুর করা গানের একটি তালিকা তৈরির জন্য একটি দলকে নিযুক্ত করেছেন।

গৌতম বিবিসিকে বলেন, "তার অন্তত ১,০৩৩টি গান এ পর্যন্ত [ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি] আইপিআরএস-এর সাথে নিবন্ধিত হয়েছে এবং আমরা আরও গান নিবন্ধন করার চেষ্টা করছি।"

আইপিআরএস—ভারতের একমাত্র সরকার-অনুমোদিত সংস্থা যা সঙ্গীত রয়্যালটি সংগ্রহ ও বিতরণ করে—জানিয়েছে যে তারা নিশ্চিত করছে যাতে শিল্পীদের কাজ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে তাদের বা তাদের পরিবারকে অর্থ প্রদান করা হয়।

আইপিআরএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকেশ নিগম বিবিসিকে বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত উত্থান মালিকানা ট্র্যাক করাকে আরও জটিল করে তুলেছে, যেখানে বিভিন্ন লাইসেন্সিং মডেল, একাধিক স্টেকহোল্ডার এবং সঙ্গীতের ব্যবহার জড়িত।" তিনি আরও যোগ করেন যে, জুবিনের নিবন্ধিত গানগুলো "তার মৃত্যুর পরেও ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে।"

জনপ্রিয় বলিউড গায়ক শান বিবিসিকে বলেন, "এটি একটি দুর্দান্ত উদ্যোগ এবং এটি অনেক বছর আগেই করা উচিত ছিল। আঞ্চলিক পর্যায়ে পরিবেশকদের খুঁজে বের করে সঙ্গীতের মালিকানা ঠিক করা একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কিন্তু যদি তারা দল হিসেবে এটি করতে পারে, তবে তা চমৎকার।"

শ্যামন্তক গৌতম বলেন, জুবিনের গানের প্রযোজকরা সবাই আসামের হওয়ায় তাদের শনাক্ত করা কঠিন ছিল না, কিন্তু চ্যালেঞ্জ শুরু হয় এরপর থেকে।

মানস বড়ুয়া বলেন, "আমরা একটি শৃঙ্খল তৈরি করার চেষ্টা করছি যাতে বোঝা যায় কীভাবে লাইসেন্স পরিবেশকদের মধ্যে হাতবদল হয়েছে। জুবিনের ক্ষেত্রে, অনেক পরিবেশক যারা শেষ পর্যন্ত লাইসেন্স ধারণ করেছিলেন বা তার গানের মালিক ছিলেন, তারা হয় মারা গেছেন অথবা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন।"

একটি বৃহত্তর সমস্যার প্রতিচ্ছবি

জুবিনের ঘটনাটি ভারতের বেশ কয়েকজন গায়কের বিশাল কর্মযজ্ঞ এবং তাদের সাথে জড়িত মালিকানার অধিকার ও ক্ষতিপূরণের সমস্যাগুলোর একটি জানালা খুলে দিয়েছে।

উদাহরণস্বরূপ, এসপি বালাসুব্রহ্মণ্যম, যিনি ৪০,০০০-এরও বেশি গান গেয়েছেন, কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজার সাথে একটি আইনি বিবাদে জড়িয়ে পড়েছিলেন। লতা মঙ্গেশকর, যিনি ৩০,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন, শিল্পীদের রয়্যালটির একজন সোচ্চার প্রবক্তা ছিলেন—এই મુદ્দাতে তার সাথে প্রযোজক এবং সহশিল্পীদের বিরোধও হয়েছিল।

জুবিন এবং তার সমসাময়িক অনেক শিল্পী ভারতে তাদের নিজস্ব মিউজিক লেবেল শুরু করার কয়েক দশক আগেই, কিংবদন্তি ভারতীয় গায়ক কেজে যেসুদাস ১৯৮০ সালে তা করেছিলেন। মূল ধারণাটি একই ছিল: নিজেদের সৃষ্টির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখা।

এদিকে, গুয়াহাটিতে, বিশাল কলিতা জুবিনের এমন কিছু ক্যাসেট ডিজিটাইজ করার জন্য সর্বশেষ জাপানি প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছেন, যা অনলাইনে পাওয়া যায় না।

"আমি চাই এই দুর্লভ ক্যাসেটগুলো সেরা মানের সাথে ডিজিটাইজ করা হোক। জুবিন গর্গ তার সঙ্গীতের মাধ্যমে বেঁচে থাকবেন। এবং, তার ভক্ত হিসেবে, আমি তার জন্য অন্তত এটুকুই করতে পারি," তিনি বলেন।

Related Topics

টপ নিউজ

জুবিন গার্গ / জুবিন / গায়কের মৃত্য / গানের মালিকানা / গান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে: হেগসেথ
  • নতুন প্রধান কার্যালয়ের জন্য গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
    নতুন প্রধান কার্যালয়ের জন্য গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
    ৫ আগস্টের পর প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি, চারদিনের জন্য যাচ্ছেন নিজ জেলা পাবনায়
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
    আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • উইলহেল্ম ব্লাউ-এর প্রায় ১৬৫০ সালের আটলাসে ক্যারিবিয়ান সাগরের মানচিত্রে বারমুডা ত্রিভুজ দেখা যাচ্ছে, যা বারমুডা দ্বীপপুঞ্জ, মিয়ামি এবং পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত। সূত্র :জিয়ানকার্লো কোস্তা/ব্রিজম্যান ইমেজেস
    দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    রাজধানীতে বাসে নারী যাত্রীকে লাঞ্ছনা, অভিযুক্ত হেলপার গ্রেপ্তার

Related News

  • দুর্ঘটনা, নাকি বিষ প্রয়োগে হত্যা? জুবিনের মৃত্যু ঘিরে রাজনীতিতে উত্তপ্ত আসাম
  • সম্প্রীতির বার্তা নিয়ে সমগীতের নতুন গান ‘ধর্ম যার যার’
  • যেভাবে বিখ্যাত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ রচিত হয়
  • “ডিঙ্গা ভাসাও সাগরে সাথীরে” … দেখা একবার, কথা বহুবার!
  • বেঙ্গালুরুর রাস্তায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের গানে পুলিশের বাধা

Most Read

1
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে: হেগসেথ

2
নতুন প্রধান কার্যালয়ের জন্য গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
অর্থনীতি

নতুন প্রধান কার্যালয়ের জন্য গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

3
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্টের পর প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি, চারদিনের জন্য যাচ্ছেন নিজ জেলা পাবনায়

4
আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
বাংলাদেশ

আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

5
উইলহেল্ম ব্লাউ-এর প্রায় ১৬৫০ সালের আটলাসে ক্যারিবিয়ান সাগরের মানচিত্রে বারমুডা ত্রিভুজ দেখা যাচ্ছে, যা বারমুডা দ্বীপপুঞ্জ, মিয়ামি এবং পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত। সূত্র :জিয়ানকার্লো কোস্তা/ব্রিজম্যান ইমেজেস
আন্তর্জাতিক

দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

রাজধানীতে বাসে নারী যাত্রীকে লাঞ্ছনা, অভিযুক্ত হেলপার গ্রেপ্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net