সম্প্রীতির বার্তা নিয়ে সমগীতের নতুন গান ‘ধর্ম যার যার’

প্রকাশিত হয়েছে গানের দল সমগীতের নতুন গান 'ধর্ম যার যার' (To Each Her Own Faith)–এর মিউজিক ভিডিও। গানের কথা ও সুর করেছেন অমল আকাশ, মিউজিক পরিচালনায় অর্ক সুমন এবং সংগীত পরিকল্পনায় যৌথভাবে ছিলেন অর্ক সুমন ও অমল আকাশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গানটির ভিডিও প্রকাশ করা হয়।
'ধর্ম যার যার' গানের ভিডিও উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। গানটির প্রথম প্রদর্শনীর পর উদ্বোধনী বক্তব্য দেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ।
গানটি নির্মাণের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করা হলে অমল আকাশ টিবিএসকে বলেন, "জুলাই অভ্যুত্থানের পরে যে সম্প্রীতি আর সহাবস্থানের পরিবেশ থাকার কথা ছিল এই দেশে, আমরা দেখছি তা নেই। বরং, কিছু অংশের উগ্রপন্থী মনোভাব ও আচরণ জনগণের মাঝে থাকা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে প্রতিনিয়ত।"
অমল আকাশ আরও বলেন, "আমরা যেন ভুলে না যাই, এ দেশ লালনের, চৈতন্যের, সুফি-সাধকদেরও। তারা এই দেশে প্রেম ও সম্প্রীতির আহ্বানটাই করেছেন। সেই আহ্বানকে মাথায় রেখেই সমগীত নির্মাণ করেছে গানটি। আর সামনে আসছে দুর্গাপূজা; তখন আমরা এই গানকে আরও প্রাসঙ্গিক মনে করছি। আমরা চাই কেউ যেন কারও উৎসবে বাধা হয়ে না দাঁড়ায়। মনে রাখতেই হবে, ধর্ম যার যার হলেও, এ বাংলা সবার। এ দুনিয়া সবার।"
জানা গেছে, গানের দলটি 'ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ-এর ৩০তম বর্ষপূর্তি এবং এশিয়ান সাংস্কৃতিক সংহতি' বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্যাংককে যাত্রা করবে আগামী ২১ সেপ্টেম্বর। এই অনুষ্ঠানমালার আয়োজক যৌথভাবে ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ এবং এশিয়ান মিউজিক ফর পিপল'স পিস অ্যান্ড প্রোগ্রেস ।
ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ-এর ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠাটি ২৫ সেপ্টেম্বর ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে সমগীতকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। সমগীতের পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন হবে এবং সমগীতের গান পরিবেশনের মধ্য দিয়েই আয়োজনের সমাপ্তি হবে।
এছাড়াও, ২৪ সেপ্টেম্বর সমগীত এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা সাংস্কৃতিক কর্মীদের সাথে একটি কনফারেন্সে অংশগ্রহণ করবে।