গুগল ক্রোমকে টেক্কা দিতে বাজারে নিজস্ব ওয়েব ব্রাউজার আনলো ওপেনএআই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগলের ক্রোমকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।
'চ্যাটজিপিটি অ্যাটলাস' নামের এই নতুন ব্রাউজারটি গত মঙ্গলবার (২১ অক্টোবর) অ্যাপলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমে উন্মুক্ত করা হয়েছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, ব্রাউজারটি সম্পূর্ণরূপে 'চ্যাটজিপিটি'কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এতে গুগলের সার্চ বারের মতো অ্যাড্রেস বারের প্রয়োজন হবে না।
ওপেনএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাপক হারে এআই-এর ওপর বিনিয়োগের কার্যকারিতা প্রমাণ এবং ক্রমবর্ধমান ব্যবহারকারী ভিত্তিকে কাজে লাগিয়ে নতুন উপায়ে আয় বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। 'অ্যাটলাস' এর মাধ্যমে ব্যবহারকারীরা কেবল ব্রাউজই করবে না, বরং চ্যাটজিপিটিকে সরাসরি ওয়েবের যেকোনো স্থানে কাজে লাগাতে পারবে।
ইমেল ড্রাফট করা থেকে শুরু করে দীর্ঘ নিবন্ধ সংক্ষিপ্ত করা, এমনকি পণ্য তুলনা করা বা ডেটা বিশ্লেষণ পর্যন্ত সবকিছু একটি একক প্ল্যাটফর্মে সম্পন্ন হবে।
ওপেনএআই আরও জানিয়েছে, 'অ্যাটলাস' একটি পেইড 'এজেন্ট মোড'ও সরবরাহ করবে, যা জনপ্রিয় চ্যাটবটটির গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবে সার্চ চালাবে। এই 'এজেন্ট মোড' কেবল সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতাকে দ্রুত ও আরও কার্যকর করতে চ্যাটবটের ক্ষমতাকে কাজে লাগাবে।
এটি ব্যবহারকারীর পক্ষ থেকে ফর্ম পূরণ করা, অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করা বা ওয়েবসাইটে কনটেন্ট তৈরির মতো কাজও করতে পারবে।
প্রতিষ্ঠানটি ই-কমার্স সাইট ইটিসি এবং শপিফাই-এর পাশাপাশি এক্সপিডিয়া ও বুকিং ডট কমের মতো বুকিং পরিষেবাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে তাদের অনলাইন পরিষেবাগুলিতে ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য নতুন প্রচেষ্টা চালাচ্ছে।
চলতি মাসের শুরুতে ওপেনএআই-এর 'ডেভ ডে' ইভেন্টে স্যাম অল্টম্যান ঘোষণা করেন যে চ্যাটজিপিটি-র সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ছাড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৪০ কোটি।
উল্লেখ্য, গুগলকে অনলাইন সার্চে অবৈধ মনোপলিস্ট ঘোষণা করার এক বছর পর ওপেনএআই এই চ্যালেঞ্জ নিয়ে এল। সম্প্রতি গুগলের আধিপত্যের প্রতিকার হিসেবে মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা ক্রোম ব্রাউজারটি আলাদা করার নির্দেশ দেওয়ার অনুরোধ করলেও, আদালত তা বাতিল করে দেয়।
বর্তমানে ক্রমবর্ধমান সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীরা উত্তর এবং সুপারিশের জন্য চ্যাটজিপিটি-এর মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন।
গবেষণা সংস্থা ডেটোস জানিয়েছে, জুলাই মাস পর্যন্ত ডেস্কটপ ব্রাউজারগুলিতে অনুসন্ধানের ৫ দশমিক ৯৯ শতাংশ এলএলএম-এর মাধ্যমে হয়েছে, যা এক বছর আগের সংখ্যার দ্বিগুণেরও বেশি। গুগলও এআই-এ প্রচুর বিনিয়োগ করেছে এবং গত এক বছর ধরে তাদের সার্চ ফলাফলে এআই-জেনারেটেড উত্তরকে অগ্রাধিকার দিচ্ছে।