এবার ডাব প্রতীকের পরিবর্তে শাপলা পেতে ইসিতে আবেদন বাংলাদেশ কংগ্রেসের

ডাব প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস।
দলটির দাবি, শাপলা প্রতীকের প্রথম দাবিদার তারা, তাই অন্য কোনো দলকে প্রতীকটি দেওয়া হলে সেটি অবিচার হবে।
সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম তাদের নামে বরাদ্দ থাকা ডাব প্রতীকের বদলে শাপলা প্রতীক চেয়ে সিইসির কাছে আবেদন করেন। বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান আবেদনপত্রটি ইসিতে জমা দেন।
আবেদনে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র ও লোগোতেও শাপলার ছবি ছিল।
২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে বিকল্প হিসেবে 'বই' প্রতীক প্রস্তাব করলেও গেজেটভুক্ত প্রতীকের বাইরে অনুমোদন না থাকায় শেষ পর্যন্ত 'ডাব' প্রতীক নিতে হয় দলটিকে।
দলটির দাবি, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দল 'শাপলা' প্রতীক চাওয়ার আবেদন করেছে। সেক্ষেত্রে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
আবেদনে বলা হয়, "জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত 'শাপলা' যদি কোনো দলকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বাংলাদেশ কংগ্রেসকে 'ডাব'-এর পরিবর্তে 'শাপলা' প্রতীক বরাদ্দ দিতে হবে।''
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে জানিয়েছে, তারা 'শাপলা' প্রতীক না পেলে নিবন্ধন নেবে না।
এর আগে নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল, তবে নির্বাচন কমিশন তাদের আবেদন গ্রহণ করেনি।