তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারেনি নির্বাচন কমিশন: সিইসি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রত্যাশিত শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আমাদের নির্ধারিত প্রতীকের তালিকায় এনসিপির দাবি করা প্রতীকটি না থাকায় কমিশন এটি দিতে পারেনি।
রোববার (১২ অক্টোবর) চট্টগ্রামের সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।
তিনি বলেন, 'যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই একটি প্রতীক নিতে হয়। এনসিপি যেটি চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। এজন্য আমরা সেটি দিতে পারিনি।'
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, 'নির্বাচন কমিশন যে তালিকা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়, সেটির বাইরে কোনো প্রতীক দেওয়ার বিধান নেই। আমরা কখনও তালিকার বাইরে কাউকে দিইনি।'
তবে তিনি জানান, প্রয়োজনে প্রতীকের সংখ্যা বাড়ানো বা কমানোর ক্ষমতা কমিশনের রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, 'কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কিন্তু এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, 'আমি মনে করি না এনসিপি বা কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে। এনসিপির নেতারা দেশপ্রেমিক। গণতন্ত্রের জন্য তাদের ছেলেরা জীবন বাজি রেখেছে। ২৪ জুলাই বিপ্লবের সময় তারা নেতৃত্ব দিয়েছে। আমি আশা করি, রাজনীতিতে কোনো অবস্থানই চূড়ান্ত নয়, শেষ পর্যন্ত তারা ইতিবাচক অবস্থানে আসবেন।'