শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনোভাবেই নির্বাচন কমিশনে নিবন্ধন নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, কেন শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না- এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আড়াই ঘণ্টার বৈঠকের দুই ঘণ্টা চুপ ছিলেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসি সচিব আখতার আহমেদসহ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'দুই ঘণ্টা আমরা উনাদের (সিইসি ও সচিব) প্রশ্ন করেছিলাম, শাপলা প্রতীক যদি না দিতে চান, সেটাতে আপনাদের ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে উনাদের ধৈর্যশক্তির প্রশংসা করি।'
তিনি আরও বলেন, 'আমরা শেষে তাদেরকে বলে এসেছি যে, আপনারা যদি শাপলা না দেন, তাহলে আপনাদের ব্যাখ্যা দিতে হবে।'
জাতীয় প্রতীক হিসেবে শাপলা সংরক্ষণ করলে একইভাবে ধানের শীষ, তারা, কাঁঠাল ও সোনালী আঁশ প্রতীকও সংরক্ষণের দাবি জানান এনসিপি নেতারা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে- একটি হলো ধানের শীষ, তারা, সোনালী আঁশ বাতিল করা, আরেকটি হলো শাপলা দেওয়া। আমরা চাই, কোনো প্রতীকই বাতিল না হোক। তাই আমরা শাপলা পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা দেখি না। এজন্য আমরা আশাবাদী, শাপলা পাব। সে বিষয়ে আমরা জানিয়ে এসেছি, কিন্তু উনারা নিশ্চুপ ছিলেন।'
তিনি আরও বলেন, 'কোনো উত্তর দিতে না পারায় আমরা ধরে নিয়েছি, উনারা সম্মতি জানিয়েছেন- যেমন বিবাহের সময় সম্মতি প্রকাশ করা হয়। আমি মজা করছি না, এটা সিরিয়াস বিষয়।'
পাটওয়ারী দৃঢ় কণ্ঠে বলেন, 'শাপলার বিষয়ে আমরা অনড় আছি, অনড় থাকব। কারণ এটি আমাদের অধিকার। আইনি কোনো প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক কোনো বাধা নেই, তাহলে সমস্যা কোথায়?'
তিনি আরও বলেন, 'যদি নির্বাচন কমিশন কোথাও থেকে চাপ অনুভব করে বা কেউ ইসিকে চাপ দিয়ে থাকে, তাহলে সেটা আমাদের জানানো উচিত।' এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, 'আমরা উনাদের স্পষ্ট বলেছি- নিবন্ধন যদি দেওয়া হয়, সেটি শাপলা প্রতীকেই হতে হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, এবং শাপলা ছাড়া কোনো নিবন্ধন আমরা মানব না।'
শেষে তিনি বলেন, 'আমরা গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের নিবন্ধন শাপলার মাধ্যমেই হবে- অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।'