‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন

ডোনাল্ড ট্রাম্প নোবেল না পেলেও শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া শান্তির জন্য কিছু করেননি, এমন অনেক মানুষকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকরা পুতিনের কাছে জানতে চান, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া এবং ট্রাম্পকে বঞ্চিত করা অন্যায্য হয়েছে কি না। এর জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন। তবে তিনি গাজা ও ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
একইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তাজিকিস্তানের দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর এক সম্মেলনে ট্রাম্পের বিষয়ে পুতিন বলেন, 'বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে চলা জটিল সংকটগুলো সমাধানে তিনি সত্যিই অনেক কিছু করছেন।' তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে তা একটি 'ঐতিহাসিক' সাফল্য হবে।
এই মন্তব্যের পর ট্রাম্প ঝটপট তার 'ট্রুথ সোশ্যাল' নেটওয়ার্কে পুতিনকে ধন্যবাদ জানান। রুশ প্রেসিডেন্টের মন্তব্যের একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে তিনি বৈশ্বিক সংকট নিরসনে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন।
রুশ প্রেসিডেন্ট মাচাদোর পুরস্কার জয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, নোবেল কমিটি অতীতে এমন ব্যক্তিদেরও পুরস্কার দিয়েছে, যারা বিশ্বশান্তিতে তেমন কোনো অবদানই রাখেননি।
পুতিন বলেন, 'এমনও হয়েছে যে কমিটি এমন লোকেদের নোবেল শান্তি পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য কিছুই করেননি। একজন ব্যক্তি—সেটা তিনি ভালো-মন্দ যা-ই হন না কেন—এসেই এক-দুই মাসের মধ্যে এই পুরস্কার পেয়ে যান। কীসের জন্য? তিনি তো কিছুই করেননি। আমার মতে, এ ধরনের সিদ্ধান্ত এই পুরস্কারের মর্যাদার ব্যাপক ক্ষতি করেছে।'
সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন, আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে তিনি ও ট্রাম্প এর সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছিলেন। তিনি আরও বলেন, 'এই সংঘাত অবসানের জন্য আমাদের কোন পথে অগ্রসর হওয়া উচিত এবং কীসের জন্য চেষ্টা করা উচিত, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও রুশ ফেডারেশন—উভয় পক্ষেরই একটি সামগ্রিক বোঝাপড়া রয়েছে।'
পুতিন জানান, তিনি আলাস্কায় ট্রাম্পকে বলেছিলেন, বিষয়টি নিয়ে আরও ভাবার এবং রাশিয়ার মিত্রদের সঙ্গে আলোচনা করার জন্য তার আরও সময় প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন যে, ২০১০ সালের 'নিউ স্টার্ট' অস্ত্র হ্রাস চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর মস্কো ও ওয়াশিংটন এটি আরও এক বছরের জন্য বাড়াতে সম্মত হবে। এই চুক্তির আওতায় প্রত্যেক দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি মোতায়েন করা পারমাণবিক ওয়ারহেড ও ৭০০টি মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান রাখতে পারে।
নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সেপ্টেম্বরে পুতিনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প রোববার বলেন, 'এটি আমার কাছে ভালো প্রস্তাব বলে মনে হচ্ছে।'