ভারতীয়দের জন্য ভিসার নিয়ম শিথিল করবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

যুক্তরাজ্য ভারতীয়দের জন্য ভিসার নিয়ম শিথিল করবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সুফল প্রচারের উদ্দেশ্যে ভারত সফরের আগে তিনি এ কথা জানিয়েছেন। খবর বিবিসি'র।
স্টারমার ১০০-এর বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতে সফরের মাধ্যমে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানো এবং ধীরগতি সম্পন্ন অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়ানোর 'বিশাল সুযোগ' রয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন, ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসার পথ খোলার কোনো পরিকল্পনা নেই।
ভারত সফরকালীন সময়ে স্টারমার বলেছেন, তার সফরের সময় কোনো ব্যবসায়ী তাকে ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন উত্থাপন করেননি। তিনি বলেন, এই সফর মূলত ভারতীয় ব্যবসায়ীদের যুক্তরাজ্য-ভারত বাণিজ্য চুক্তি থেকে সুবিধা নিওয়ার সুযোগ করে দেয়।
চুক্তি অনুযায়ী, ব্রিটিশ গাড়ি ও হুইস্কি ভারতের বাজারে সস্তা হবে, এবং ভারতীয় বস্ত্র ও গয়না যুক্তরাজ্যে সস্তায় বিক্রি করা যাবে। এছাড়াও, সংক্ষিপ্ত সময়ের ভিসায় যুক্তরাজ্যে কাজ করা ভারতীয় কর্মীদের সামাজিক সুরক্ষা (সোশ্যাল সিকিউরিটি) তিন বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তবে মন্ত্রীরা স্পষ্ট করেছেন, আশেপাশের কোনো ইমিগ্রেশন নীতিতে পরিবর্তন আসবে না।
লেবার সরকার যুক্তরাজ্যে অভিবাসন কমানোর চেষ্টা করছে এবং সম্প্রতি কঠোর নীতি ঘোষণা করেছে।
মুম্বাই যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিয়ার স্টারমার বলেন, ভিসা বিষয়টি বাণিজ্য চুক্তিতে কোনো ভূমিকা রাখে না এবং পরিস্থিতি পরিবর্তিত হয়নি। তিনি আরও বলেন, যুক্তরাজ্য বিশ্বব্যাপী সেরা প্রতিভা আকর্ষণ করতে চায়, তবে ভারত থেকে নতুন ভিসার কোনো পরিকল্পনা নেই।
তিনি সাংবাদিকদের বলেন, 'ভারতে এমন বড় বাণিজ্য প্রতিনিধি দল কখনো যায়নি।' তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য-ভারতের সম্পর্ক এখন ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
সফরের অংশ হিসেবে তিনি ঘোষণা করেন, ২০২৬ সাল থেকে ইয়াশ রাজ ফিল্মসের তিনটি বলিউড ছবি যুক্তরাজ্যে নির্মিত হবে। এর মধ্য দিয়ে আট বছর পর যুক্তরাজ্যে ফিরছে বলিউডের সিনেমা। ডাউনিং স্ট্রিটের মতে, এটি ৩,০০০ নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং অর্থনীতিতে কোটি টাকা প্রবাহিত হবে।
ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয়ে বিদ্বানি বলেন, 'যুক্তরাজ্য আমাদের হৃদয়ে বিশেষ স্থান রাখে। এর অবকাঠামো, প্রযুক্তি ও প্রতিভা অনন্য, এবং আমরা আমাদের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে পেরে আনন্দিত।'
স্টারমারের সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভারত সফরে এসেছে। এর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজ আগামী বছর দিল্লি থেকে হিথ্রো পর্যন্ত তৃতীয় দৈনিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ম্যানচেস্টার এয়ারপোর্টও দিল্লির জন্য নতুন সরাসরি রুট ঘোষণা করেছে।
দুই দিনের সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে সাক্ষাৎ করবেন। স্টারমার স্পষ্ট করে বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না।ভারতের রাশিয়ার তেল কেনার বিষয়েও তিনি মন্তব্য করেননি
স্টারমার সফরে জাগতার সিং জোহালের বিষয়ও উত্থাপন করবেন, যিনি ভারতীয় কারাগারে সাত বছর ধরে বিচার ছাড়াই আটক রয়েছেন। তিনি জানান, 'আমরা সবসময় কনসুলার ইস্যু সব স্তরে উত্থাপন করি।'