যুক্তরাজ্যে চীনা বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডির বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ

চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্য এখন চীনের বাইরে তাদের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। গত সেপ্টেম্বরে দেশটিতে তাদের গাড়ি বিক্রি এক বছর আগের তুলনায় ৮৮০ শতাংশ বেড়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মাসে তারা যুক্তরাজ্যে ১১,২৭১টি গাড়ি বিক্রি করেছে, যার সিংহভাগই ছিল তাদের 'সিল ইউ' স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) মডেলের প্লাগ-ইন হাইব্রিড সংস্করণ।
চীনভিত্তিক কোম্পানিগুলোর কাছে যুক্তরাজ্য আকর্ষণীয় হয়ে উঠেছে মূলত শুল্ক সুবিধার কারণে। দেশটি এখনো চীনা ইভির ওপর বাড়তি শুল্ক আরোপ করেনি। বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির আমদানিতে শুল্ক বসিয়েছে। গত বছরের অক্টোবরে ইইউ চীনা বৈদ্যুতিক গাড়ির আমদানির ওপর ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়।
এই বাণিজ্যিক সুবিধার পাশাপাশি যুক্তরাজ্যের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বাড়ছে। গাড়ি শিল্প সংস্থা সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সংস্থাটি জানায়, শুধু ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির বিক্রিই প্রায় ৭৩ হাজারে দাঁড়িয়েছে এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি আরও দ্রুতগতিতে বেড়েছে।
পাশাপাশি, তুলনামূলক সাশ্রয়ী দামেও পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছে বিওয়াইডি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের মোট গাড়ি বাজারে তাদের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ শতাংশে।
আগামীতে আরও নতুন হাইব্রিড ও বৈদ্যুতিক মডেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিওয়াইডির যুক্তরাজ্য ব্যবস্থাপক বোনো জি। তিনি বলেন, 'আমরা ব্রিটেনে ১০০তম খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছি। সামনের পথচলা আমাদের জন্য ভীষণ রোমাঞ্চকর।'
এসএমএমটি-এর তথ্যমতে, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে ছিল কিয়া স্পোর্টেজ, ফোর্ড পুমা এবং নিসান কাশকাই। তবে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে দুটি চীনা মডেল—জায়াকু ৭ এবং বিওয়াইডি সিল ইউ।
তবে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির সামগ্রিক বিক্রি বাড়লেও, এসএমএমটি জানিয়েছে, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন এখনও গত মাসের মোট গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি জায়গা দখল করে আছে।