সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের যাত্রা শুরু, লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবকে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এ উপলক্ষে আগামীকাল থেকে তিন দিনব্যাপী এক দ্বিপক্ষীয় বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজধানীর সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, 'বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হলো। এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।'
বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। বিদায়ী অর্থবছরে সৌদিতে বাংলাদেশের রপ্তানি ২৯ কোটি ডলার থেকে বেড়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৩১ কোটি ডলারে উন্নীত হয়েছে।
আশরাফুল হক চৌধুরী জানান, চট্টগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগের জন্য ইতোমধ্যে ৩০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, 'পেট্রোকেমিক্যাল, গ্রীন টেকনোলজি ও সাইবার সিকিউরিটি খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।'
জনশক্তি রপ্তানির বিষয়ে তিনি বলেন, 'বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিযুক্ত। ভবিষ্যতে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি ও টেক্সটাইলসহ নানা খাতে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে।'
এসএবিসিসিআই-এর সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, 'আমাদের চেম্বারের লক্ষ্য শুধু সৌদি বিনিয়োগ আনা নয়; বরং সৌদি আরবে প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তাদেরও যুক্ত করে দুই দেশের ব্যবসায়িক সুযোগ আরও প্রসারিত করা।'
সিটি ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী বলেন, 'সৌদি আরবের ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সঙ্গে আমাদের বাণিজ্য এখনো সীমিত। সঠিক পরিকল্পনা ও প্রণোদনা পেলে এই অংশীদারিত্ব অনেক দূর এগিয়ে যেতে পারে।'
এসএবিসিসিআই-এর গ্র্যান্ড লঞ্চিং এবং বিজনেস সামিটে যোগ দিতে মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ-এর নেতৃত্বে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারণী পর্যায়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন।
সামিট উপলক্ষে আয়োজিত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—
- ৬ অক্টোবর: সৌদি প্রতিনিধি দলের সম্মানে ডিনার রিসেপশন।
- ৭ অক্টোবর: সকাল ১০টায় হোটেল শেরাটনে বিজনেস সামিট অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
- ৮ অক্টোবর: হোটেল সোনারগাঁওয়ে সমাপনী সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী আয়োজন শেষ হবে।