জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: রেজাউল ইসলাম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।
শনিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন ও প্রতীকের দাবি জানিয়েছে। তবে সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।'
তিনি বলেন, 'ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।'
জাতীয় পার্টির এই নেতা অভিযোগ করেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, 'আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি দু–এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে।'
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপে এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, 'জাতীয় পার্টির কথা বললে কনফিউজড হই।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, 'সময় আসুক তখন আপনারা দেখবেন। জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই। লাঙ্গলের দাবিদারও একাধিক। এজন্য আমি বুঝতে পারতেছি না।'