জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে (জাকসু) ভোট গণনার কাজে দায়িত্ব পালন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস।
প্রভাষক জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের রিটার্নিং ও পোলিং অফিসার ছিলেন।
জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় ওঠার পরই করিডোরে সামনে হঠাৎ পড়ে যান। এর প্রায় ১০ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্স উনাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে তারা জানান, "সকাল বেলা এমন একজন রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।"