হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে পলাশ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এফ এম শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত আসামির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবীর।
আসামি পক্ষের আইনজীবী এম জাকির হোসেন তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই জামিনের বিরোধিতা করেন।
দুই পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত সোমবার ঢাকার ওয়ারী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকাল গত বছরের ৩ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন এলাকায় মো. পলাশ হোসেন গুলিবিদ্ধ হন। এরপরে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২০ এপ্রিল ভুক্তভোগী পলাশ নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করা হয়। এ মামলায় ৩১ নং এজাহারনামীয় আসামি হলেন শরিফুল।