সেই তন্বির সম্মানে ডাকসুতে গবেষণা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছে না ছাত্রদল ও বাগছাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বির সম্মানেই এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ছাত্রী সানজিদা আহমেদ তন্বি। সেদিন তার চোখের চশমা ভেঙে রক্ত ঝরছে এমন ছবিটি মুহূর্তে ভাইরাল হয়, যা আন্দোলনকে বেগবান করে।
গত শনিবার কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বি। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের প্যানেল ঘোষণার সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বির রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের প্রতি সম্মান জানাতেই আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না।
এর আগে একই পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন সানজিদা তন্বি। তবে পরে বাগছাসও জানায়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেবে না। তবে সমন্বিত বাম জোট ও শিবির এই পদ খালি রাখেনি। নিজেদের প্রার্থী দিয়েছে।
এদিকে ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। প্যানেলে ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীম উদ্দীন হলের আহ্বায়ক তানভির বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে সংগঠনটি।