ডাকসু নির্বাচন: বামদের একাংশের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' নামে প্যানেল ঘোষণা করেছে তিনটি বাম ঘরানার ছাত্রসংগঠন। প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয় করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন (একাংশ)-এর সভাপতি মাহির শাহরিয়ার রেজা।
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী নাইম হাসান হৃদয়। জিএস পদে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনামুল হাসান অনয় এবং এজিএস পদে দর্শন বিভাগের অদিতি ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ সদস্যের বাইরে আরও নাম পরে যুক্ত করা হবে।