পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৩০৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুদিনের প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত ও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বন্যা ও ভূমিধসে শনিবার পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ইসলামাবাদ থেকে সড়ক পথে সাড়ে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত বুনের জেলায়। এখানে অন্তত ১৮৪ জন মারা গেছেন। এখনো নারী-শিশুসহ অনেকে বন্যার পানিবন্দি রয়েছেন। এছাড়াও শাংলা এলাকায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল শুক্রবার ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে। চিকিৎসা, রান্না করা খাবারের ব্যবস্থা এবং রাস্তাঘাট চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বেসামরিক ও সামরিক দল উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রী জরুরি বৈঠকও করেছেন। এক বিবৃতিতে ইসহাক দার বলেছেন, 'আমরা ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আছি।'
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ২১ আগস্ট পর্যন্ত ওই এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পাকিস্তান ছাড়াও প্রতিবেশি ভারত ও নেপালের কিছু অংশে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।