জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত

জুলাই ঘোষণাপত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি জানিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেছেন, 'আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। কারণ, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তাবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।'
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
ডা. তাহের বলেন, 'জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদের (জুলাই যোদ্ধাদের) বিভিন্ন উপাধিতে ভূষিত করা। মুক্তিযুদ্ধে যেমন হয়েছে। তাদের ভাতা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি ছিল। এর কিছুই সুস্পষ্টভাবে এখানে উল্লেখ হয়নি। এসব কারণে আমরা হতাশ।'
এ বিষয় নিয়ে দলের নির্বাহী মিটিংয়ের পরে বিস্তারিত প্রতিক্রিয়া দেবে বলে জানান জামায়াতের এই নেতা।