আবার হুমকি এলে ইরানে ফের হামলা করবে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাটজ

ইরানের কাছ থেকে আবার হুমকি এলে দেশটিতে ফের হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে কাটজ-এর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, 'তেহরান, তাবরিজ, ইসফাহান—আপনারা যেখান থেকেই ইসরায়েলকে হুমকি দেবেন বা ক্ষতি করার চেষ্টা করবেন, ইসরায়েলের লম্বা হাত সেখানে পৌঁছাবে। লুকিয়ে থাকার কোনো জায়গা নেই।'
তিনি আরও বলেন, 'যদি ফিরে আসতেই হয়, আমরা আরও বেশি শক্তি নিয়ে ফিরব।'
গত জুনে ইরানে ১২ দিনব্যাপী বিমান হামলা চালায় ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি করেছিল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত একটি যুদ্ধবিরতির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সংঘাতের অবসান ঘটে।
এই অভিযানের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
এই অভিযানে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ।