চট্টগ্রামে পাচারের সময় উদ্ধার ৫টি গুইসাপ, আটক ৩

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন বিভাগ গতকাল (২৯ জুন) রাতে অভিযান চালিয়ে পাঁচটি গুঁইসাপ উদ্ধার করেছে।
এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।
রাত ৯টার দিকে চন্দনাইশের সৈয়দ বাজার এলাকায় বন বিভাগের কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৪(বি) ধারায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মং ওয়াই মারমা নামে এক আদিবাসী ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পটিয়া রেঞ্জের অধীন বারমা বিটের বন বিভাগের বিট কর্মকর্তা রহমত আলী টিবিএসকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনিয়নের সৈয়দ বাজার এলাকায় অভিযান চালাই এবং স্থানীয় পরিবেশবাদীদের সহযোগিতায় তিন মারমা যুবকের কাছ থেকে পাঁচটি গুঁইসাপ উদ্ধার করি। এ সময় স্থানীয় পুকুর থেকে গুঁইসাপ ধরে পাচারের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।'
তিনি আরও বলেন, 'পরে আমরা চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমাকে বিষয়টি জানাই। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং আটককৃতদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।'
বিট কর্মকর্তা আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উদ্ধার করা গুঁইসাপগুলো রাতেই বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।