সোমবার ফের তিন ঘণ্টার কলম বিরতির ডাক দিল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ এবং এনবিআরকে বিভক্ত করে 'রাজস্ব ব্যবস্থাপনা' ও 'রাজস্ব নীতি' নামে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ' এর প্রতিনিধি রাখার দাবিতে সোমবার তিন ঘণ্টার কলম বিরতির ডাক দিয়েছে এনবিআর কর্মকর্তারা।
শনিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, অর্থবছরের শেষ সময় বিবেচনায় কোনো কঠোর কর্মসূচি ঘোষণা না করে তারা আগামী ২৩ জুন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় এনবিআর কার্যালয়ে অবস্থান ও কলম বিরতি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে ঢাকার বাইরে অন্যান্য দপ্তরের কর্মীরা নিজ নিজ কার্যালয়ে একই সময় একই কর্মসূচি পালন করবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শনিবার (২১ জুন) বিকেল ৫টায় রাজস্ব ভবনে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল স্তরের প্রতিনিধিদের সমন্বয়ে অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারকে সভাপতি এবং অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকাকে মহাসচিব করে ৩০১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।