শফিকুল আলম প্রধান উপদেষ্টার 'প্রেস সচিব' নাকি সরকারের 'মুখপাত্র', জানতে চান সাংবাদিক নুরুল কবির

শফিকুল আলম কেবল প্রধান উপদেষ্টার 'প্রেস সচিব' নাকি সরকারের 'মুখপাত্র', তা জানতে চেয়েছেন সাংবাদিক নুরুল কবির।
আজ বুধবার (২১ মে) নুরুল কবির এক ফেসবুক পোস্টে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ প্রশ্ন রাখেন।
পোস্টে তিনি লিখেছেন, 'এটা এখন সময়ের দাবি—বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে জনগণকে জানাক, শফিকুল আলম কি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের 'প্রেস সচিব', নাকি সরকারে মুখপাত্র। যদি তিনি সত্যিই সরকারে মুখপাত্র হয়ে থাকেন—যেমনটা তার আচরণ থেকে বোঝা যায়—তাহলে অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের (ক্যাবিনেট) প্রত্যেক সদস্যকে শফিকুল আলমের বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও ধারার বিরুদ্ধে বারবার করা কটূক্তিমূলক মন্তব্যের দায় নিতে হবে।'