আমাজন জঙ্গলে নতুন 'হাই-সিকিউরিটি' কারাগার বানাচ্ছে ফ্রান্স

মাদক পাচারকারী ও কট্টর ইসলামপন্থীদের বন্দি রাখার জন্য ফ্রান্স তাদের বিদেশি ভূখণ্ড ফ্রেঞ্চ গায়ানায় একটি নতুন হাই-সিকিউরিটি কারাগার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। আমাজনের গভীর জঙ্গলে অবস্থিত সাঁ-লোরঁ-দ্যু-মারনি এলাকায় এই কারাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। খবর বিবিসির।
ফরাসি সাপ্তাহিক লে জার্নাল দ্যু দিমান্শে (জেডিডি)-কে দেয়া এক সাক্ষাৎকারে দারমানিন বলেন, 'এই কারাগার মাদক সরবরাহ শৃঙ্খলের প্রতিটি স্তরের সংঘবদ্ধ অপরাধীদের লক্ষ্য করবে।' প্রায় ৪০০ মিলিয়ন ইউরো ব্যয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি ২০২৮ সাল নাগাদ চালু হতে পারে বলে জানানো হয়েছে।
এই কারাগার গড়ে তোলা হবে উত্তর-পশ্চিম ফ্রেঞ্চ গায়ানার অ্যামাজনের গভীর অঞ্চলে সাঁ-লোরঁ-দ্যু-মারনি এলাকায়। ফরাসি সরকারের ভাষ্য, এটি হবে এমন এক স্থান, যেখান থেকে মূল ভূখণ্ডে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রাখা কার্যত অসম্ভব হবে।
নতুন এই হাই-সিকিউরিটি কারাগারে সর্বোচ্চ ৫০০ জন বন্দি রাখার ব্যবস্থা থাকবে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য থাকবে একটি পৃথক ইউনিট। দারমানিন বলেন, 'এই কারাগার পরিচালিত হবে অত্যন্ত কঠোর নিয়মতান্ত্রিক ব্যবস্থায়, যার মূল লক্ষ্য হবে সবচেয়ে বিপজ্জনক মাদক পাচারকারীদের অকার্যকর করে রাখা।'
মন্ত্রী আরও জানান, 'মাদকের চোরাপথের শুরুতেই এই বন্দিদের আটকে রাখা হবে। একইসঙ্গে এটি হবে মূল ভূখণ্ডে সক্রিয় মাদক চক্রের শীর্ষ নেতাদের স্থায়ীভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করার উপায়।'
ফরাসি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই কারাগারে মোবাইল ফোন প্রবেশ ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মোবাইল ফোন ফরাসি কারাগারে প্রবেশ করছে বলে ধারণা করা হয়। এমন প্রেক্ষাপটে নতুন কারাগারটি এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ কার্যত অসম্ভব হয়।
সম্প্রতি ফ্রান্সজুড়ে কারাগার ও কর্মীদের লক্ষ্য করে সংঘটিত একাধিক সহিংসতার ঘটনাও সরকারকে নড়েচড়ে বসিয়েছে। কিছু হামলাকারী নিজেদের 'কারাবন্দিদের অধিকার রক্ষায়' নিয়োজিত দাবি করলেও দারমানিন এগুলোকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে বর্ণনা করেছেন।
ফরাসি সরকার চলতি বছর সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় নতুন আইন প্রণয়ন করেছে। এর আওতায় রাষ্ট্রপক্ষের মধ্যে একটি বিশেষ শাখা গঠিত হচ্ছে, যা শুধু সংঘবদ্ধ অপরাধ নিয়ে কাজ করবে। পাশাপাশি তদন্তকারীদের বাড়তি ক্ষমতা ও 'সুরক্ষিত তথ্যদাতা' হিসেবে অভ্যন্তরীণ উৎস ব্যবহারে বিশেষ ব্যবস্থা চালু হবে।
এই আইনের অংশ হিসেবে ফ্রান্সে একাধিক হাই-সিকিউরিটি কারাগার নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ফ্রেঞ্চ গায়ানার কারাগার সেই উদ্যোগের অংশ।
দূরবর্তী ফ্রেঞ্চ গায়ানা ফ্রান্সের একটি প্রশাসনিক অঞ্চল, যা দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত। এখানকার নাগরিকরা ফরাসি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন এবং ফ্রান্সের সামাজিক নিরাপত্তা ও ভাতা ব্যবস্থার আওতায় থাকেন।
সাঁ-লোরঁ-দ্যু-মারনি একসময় ডেভিলস আইল্যান্ড দণ্ডবিধি উপনিবেশে পাঠানোর প্রবেশবন্দর ছিল, যেখানে ১৮৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত মূল ভূখণ্ড ফ্রান্স থেকে প্রায় ৭০ হাজার বন্দিকে পাঠানো হয়েছিল।
এ স্থানকে কেন্দ্র করেই লেখক অঁরি শারিয়ের বিখ্যাত আত্মজৈবনিক উপন্যাস পাপিয়োঁ রচিত হয়েছিল, যেটি পরে স্টিভ ম্যাককুইন ও ডাস্টিন হফম্যান অভিনীত একটি চলচ্চিত্রেও রূপ নেয়।