কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২

কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দুই নারী ও একটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।
চিলমারীতে নিহত তাছলিমা আক্তার (২৪) উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে তিনি মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম।
তিনি জানান, মরদেহ দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় বজ্রপাতে মারা যান চামেলি রাণী (৪০)। তিনি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। এ সময় তার সঙ্গে থাকা একটি বকনা গরুও মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।