কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাইলাটারী গ্রামের এরশাদ আলী (৩৫), কুলসুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫০)।
নাগেশ্বরী থানার পুলিশ সুত্রে জানা গেছে , জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ঘটনাস্থলেই দুজনসহ মোট তিনজন নিহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
