শান্তি আলোচনা: ইস্তাম্বুলে আসছেন না পুতিন, রুশ প্রতিনিধিদের সমালোচনা জেলেনস্কির

তুরস্কে শান্তি আলোচনাকে সামনে রেখে আঙ্কারায় পৌঁছেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এদিকে জেলেনস্কির সঙ্গে এ আলোচনায় যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বিষয়টি নিশ্চিতও করেছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনের ইস্তাম্বুল সফরের এখনই কোনো পরিকল্পনা নেই। তবে রাশিয়ার একটি প্রতিনিধি দল আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে, এবং তারা ইউক্রেনীয় দলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
ট্রাম্প গেলে পুতিন যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, আলোচনা কীভাবে এগোবে, সেটি এখনো অনিশ্চিত, কারণ ইউক্রেনের প্রতিনিধি দল এখনো হাজির হয়নি।
তবে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আলোচনার অগ্রগতির ওপর নির্ভরশীল নয়।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলো তাঁকে উদ্ধৃত করেছে, যেখানে তিনি বলেন, "এই দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ নির্ভর করছে ভিন্ন কূটনৈতিক প্রেক্ষাপটে, এটি সরাসরি ইউক্রেন শান্তি আলোচনা নির্ভর নয়।"
'রাশিয়ার প্রতিনিধি দল নিম্ন পর্যায়ের, ক্ষমতাহীন': জেলেনস্কি
এদিকে তুরস্কে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তুরস্কে পাঠানো রুশ প্রতিনিধি দলের স্তর খুবই নিম্ন এবং তাদের কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।
তিনি বলেন, "রাশিয়ার প্রতিনিধি দলের স্তর আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে যতটুকু বোঝা যাচ্ছে, এটি অনেকটা 'শোভামাত্র' প্রতিনিধি দল।"
জেলেনস্কির বলেন, "আমরা জানতে চাই, রাশিয়ার প্রতিনিধি দলের স্তর আসলে কী, তাদের ম্যান্ডেট কী, এবং আদৌ তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা।"
পুতিনকে কী বার্তা দিতে চান—এমন প্রশ্নে তিনি বলেন, "আমি এখানে এসেছি। আমার মনে হয়, এটাই সবচেয়ে স্পষ্ট বার্তা।"