আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শাহবাগে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং জুলাই সনদ প্রকাশের দাবিতে আজ রোববার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।

আন্দোলনে আহত সুমন বলেন, 'আমি সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আমাদের দাবি ছিল জুলাই সনদ প্রকাশ। একটা দাবি মেনে নিল, আরেকটা বলছে ৩০ দিনের মধ্যে করবে। ৯ মাসে যখন সনদ দিতে পারেনি, তখন ৩০ দিনে কিভাবে দেবে?' তিনি আরও জানান, দাবি মানা না হলে আন্দোলন চলতেই থাকবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মুনসুর টিবিএসকে জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছে। তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করছি।