শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা

রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে সরে গেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরেছেন। ফলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তাদের পরবর্তী কর্মসূচি আগামীকাল বেলা ১২টায় শহীদ মিনার থেকে 'মার্চ টু যমুনা'। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শাহবাগে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কর্মসূচির কথা জানান।
এর আগে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরতরা।
গতকাল (১৪ অক্টোবর) চলমান আন্দোলনের তৃতীয় দিনেও তেমন সাড়া না পেয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা জানিয়েছিলেন, বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে না নিলে তারা শাহবাগ অবরোধ করবেন।
এছাড়া যমুনা অভিমুখে পদযাত্রা, আমরণ অনশনসহ আরো কঠোর কর্মসূচিও দেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন তারা।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হলো: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া; চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা ।