যুদ্ধ শুরু করতে আগ্রহী নয় ভারত, তবে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেবে: শশী থারুর

ভারতের কংগ্রেস সদস্য শশী থারুর বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার কোনো আগ্রহ ভারতের নেই। তবে পাকিস্তান যদি ভারতের বেসামরিক জনগণ, সেনাবাহিনী বা সরকারি স্থাপনায় হামলা চালায়, তাহলে ভারত শক্ত জবাব দেবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
বৃহস্পতিবার (৮ মে) তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থারুর বলেন, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কেবল এর 'সুপরিকল্পিত পালটা জবাব' দিয়েছে। তার ভাষায়, 'আমাদের এই সংঘাতকে আরও বাড়িয়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই।'
তিনি বলেন, 'জঙ্গি হামলার জবাব দেওয়া আমাদের প্রয়োজন ছিল এবং আমরা তা দিয়েছি। আমরা সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের ঘাঁটিগুলো লক্ষ্য করে রাতের বেলায় হামলা চালিয়েছি, যাতে কোনো বেসামরিক প্রাণহানি না ঘটে। এটি ছিল একটি নিয়ন্ত্রিত ও পরিকল্পিত জবাব।'
থারুর বলেন, 'এখন পাকিস্তান ভারতের পুঞ্চ এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে, যাতে ১৫ জন নিহত এবং প্রায় ৫৯ জন আহত হয়েছেন। ভারতের বাহিনী এরও উপযুক্ত জবাব দিচ্ছে। তবে ভারত উত্তেজনা বাড়িয়ে নিতে চায় না।'
তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত এই কংগ্রেস সদস্য বলেন, ভারত এই পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে না এবং এতে করে বিশ্ব দেখবে, 'আমাদের আচরণ দায়িত্বশীল ছিল'।
তার ভাষায়, 'আমরা পাকিস্তানের কোনো সরকারি বা সামরিক স্থাপনায় হামলা করিনি, যদিও আমরা জানি এই জঙ্গি হামলার পেছনে ওরাই রয়েছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে, আমরা যুদ্ধ চাই না।
'তবে, পাকিস্তান যদি আমাদের সামরিক, সরকারি বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে আমরা এর শক্ত জবাব দেব, কেননা আমাদের দেশে কোনো জঙ্গি ঘাঁটি নেই। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে আমরা প্রথমে আক্রমণ করব না।'
তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর'-এর আগে ও পরে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকগুলো প্রমাণ করে, সারা দেশ সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।