বেইলি রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে বাণিজ্যিক বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভবনটির নিচতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
একইসঙ্গে ভবনের ছাদে যারা আশ্রয় নিয়েছিলেন, তাদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
বহুতল ভবনটির উপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে নারী ও শিশু ছিলেন বেশ কয়েকজন। 'কাচ্চি ভাই'সহ একাধিক রেস্তোরাঁ ও দোকান থাকা ওই ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।