মামলার তদন্ত ও অজ্ঞাতনামা লাশ ব্যবস্থাপনায় বাজেট চায় পুলিশ

দেশজুড়ে মামলার তদন্ত ও অজ্ঞাতনামা লাশ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধার ঘাটতি মেটাতে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট।
গতকাল (৩০ এপ্রিল) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'পুলিশ সপ্তাহ ২০২৫'-এ এসব দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ পুলিশের দশটি বিশেষায়িত ইউনিট, যার মধ্যে সিআইডি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অন্তর্ভুক্ত; তাদের অর্জন ও চলমান কাঠামোগত এবং আর্থিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে।
এ ইউনিটগুলোর মধ্যে একটি সাধারণ উদ্বেগ ছিল– তদন্ত কার্যক্রমের জন্য নির্দিষ্ট বাজেটের অভাব। যার কারণে কর্মকর্তারা প্রায়ই মাঠ পর্যায়ের তদন্ত বা দাফন ব্যবস্থার মতো মৌলিক কাজের জন্য নিজেদের পকেট থেকে অর্থ খরচ করতে বাধ্য হন।
জনসমর্থন আদায় ও জবাবদিহিতা নিশ্চিত র্যাবের লক্ষ্য
গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক চাপের মুখে এবং কিছু রাজনৈতিক দলের র্যাব বিলুপ্তির দাবির মধ্যে, জনসমর্থন ফিরে পেতে র্যাব একটি কৌশলগত পরিকল্পনা ঘোষণা করেছে।
র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেন, র্যাব স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি 'মানবাধিকার সেল' এবং একটি 'অভ্যন্তরীণ তদন্ত সেল' গঠন করেছে।
তিনি জানান, 'র্যাব আইন ২০২৪' প্রণয়নের কাজ চলমান রয়েছে, যা জবাবদিহিতা নিশ্চিত করবে। এছাড়া, হাই প্রোফাইল অপরাধ তদন্তে এবং সাইবার অপরাধ মোকাবিলায় আরও সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ডিজি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত র্যাব ৪৪২টি হত্যাকাণ্ডের মামলায় ১ হাজার ৪৮৭ জন এবং নাশকতার ১৫৪টি মামলায় ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে।
সাবেক মন্ত্রীদের অজানা সম্পদের খোঁজ করছে সিআইডি
গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর, সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের অজানা সম্পদ অনুসন্ধান করার জন্য সিআইডি একটি বিশেষ দল গঠন করেছে। সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) গাজী জসীম উদ্দিন জানিয়েছেন, 'এই দল ইতোমধ্যে প্রায় ১,০০০ কোটি টাকার অজানা সম্পদ চিহ্নিত করেছে, যার মধ্যে ৫,৮০০ শতাংশ জমি রয়েছে।'
তিনি আরও বলেন, 'বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান যেমন সি আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, নাবিল, ইউনিক এবং সিকদার গ্রুপের বিরুদ্ধে তদন্ত চলছে। অর্থ পাচার আইনে দেশের বিভিন্ন জায়গায় মামলা করা হয়েছে। কক্সবাজারে এক মামলায় ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।'
জসীম উদ্দিন বলেন, 'সিআইডির ফরেনসিক বিভাগও উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, ডিজিটাল ও কেমিক্যাল ফরেনসিক ব্যবহার করে চাঁদপুরে মেঘনায় সাত খুন, ঝালকাঠির যুবক হত্যা এবং বাড্ডায় চুরির মতো বহু ক্লুলেস মামলা উদঘাটন সম্ভব হয়েছে।'
তবে, সিআইডি তাদের কর্মী সংকট, বারবার কর্মী বদলি এবং সীমিত বাজেটের সমস্যার কথা তুলে ধরেছে। সিআইডির প্রধান অর্থনৈতিক অপরাধের তদন্তের জন্য তাদের ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের ক্ষমতা বাড়ানোর আবেদন জানিয়েছেন।
পুলিশের অন্যান্য ইউনিটের কাঠামোগত ও সম্পদসংক্রান্ত উদ্বেগ
হাইওয়ে পুলিশ জানিয়েছে, হাইওয়ে অপরাধ সম্পর্কিত মিথ্যা খবরের ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অভিযোগ রয়েছে। তবে, রাস্তায় নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে তারা জনগণকে আশ্বস্ত করেছে।
অন্যান্য ইউনিটগুলো উন্নত যানবাহন, দাফন খরচের জন্য তহবিল, অবকাঠামো উন্নয়ন, লিঙ্গ সংবেদনশীল কর্মপরিবেশ এবং একটি আলাদা সাইবারক্রাইম ইউনিট গঠনের দাবি জানিয়েছে। তারা অতিরিক্ত দায়িত্বের বোঝা কমাতে নতুন নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে।
পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, পুলিশ নেতৃত্ব বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের সাথে বৈঠক করে ইউনিটগুলোর উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন।