এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে

নেপালের নতুন একটি খসড়া আইন অনুযায়ী এভারেস্টে চড়তে হলে আরোহীদের এখন থেকে নেপালের অন্তত একটি ৭ হাজার মিটার উচ্চতার পর্বত জয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এভারেস্ট পর্বতে ভিড় ও দুর্ঘটনা কমাতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।
পর্যটননির্ভর দেশ নেপাল প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি অভিযাত্রী আকর্ষণ করে। তবে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনেককে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টে চড়ার অনুমতি দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে দেশটি।
এতে 'ডেথ জোনে' দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অক্সিজেন স্বল্পতায় এই এলাকায় মানুষের টিকে থাকাই কঠিন। প্রতি বছর বহু দুর্ঘটনার অন্যতম কারণ এটি।
২০২৩ সালে নেপাল এভারেস্টে আরোহণের জন্য ৪৭৮টি পারমিট ইস্যু করেছিল। ওই বছর অন্তত ১২ জন অভিযাত্রী মারা যান এবং আরও পাঁচজন নিখোঁজ হন। আগের বছরও আটজন মারা যান।
প্রস্তাবিত নতুন আইনে বলা হয়েছে, যেসব অভিযাত্রী নেপালের অন্তত একটি ৭ হাজার মিটার উচ্চতার পর্বতে সফলভাবে আরোহণ করেছেন, শুধুমাত্র তাদেরই এভারেস্টে আরোহণের পারমিট দেওয়া হবে।
এছাড়াও, অভিযাত্রীদের সঙ্গে থাকা 'সরদার' (স্থানীয় কর্মীদের প্রধান) ও পর্বতারোহী গাইডদেরকে অবশ্যই নেপালের নাগরিক হতে হবে।
এই খসড়া আইনটি নেপালের সংসদের উচ্চকক্ষ জাতীয় পরিষদে উত্থাপিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিলটি পাস হওয়ার সম্ভাবনা প্রবল।
তবে আন্তর্জাতিক অভিযাত্রা সংগঠকেরা চাইছেন কেবল নেপালের নয়, বিশ্বের যেকোনো ৭ হাজার মিটার উচ্চতার পর্বতকে এই মানদণ্ডে অন্তর্ভুক্ত করা হোক।
অস্ট্রিয়া-ভিত্তিক ফুর্টেনবাখ অ্যাডভেঞ্চার্সের অভিযাত্রী লুকাস ফুর্টেনবাখ বলেন, 'শুধু নেপালের পর্বতের শর্তটি অর্থহীন। আমি এমন পর্বতগুলোকেও অন্তর্ভুক্ত করার পক্ষে, যেগুলোর উচ্চতা ৭ হাজার মিটারের কাছাকাছি এবং প্রস্তুতির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন—আমা দাবলাম, আকনকাগুয়া, ডেনালি ইত্যাদি।'
তিনি আরও বলেন, 'এভারেস্টে অন্যান্য দেশের গাইডদের কাজ করতে দেওয়াও গুরুত্বপূর্ণ, কারণ নেপালের পর্যাপ্ত যোগ্য গাইড নেই। গাইডদের আন্তর্জাতিক মানসম্পন্ন আইএফএমজিএ (ইন্টার্ন্যাশনাল ফেডারেশন অফ মাউন্টেন গাইডস এসোসিয়েশন) সনদ থাকাটা জরুরি, তাদের জাতীয়তা যাই হোক না কেন।'
ইউএস-ভিত্তিক ম্যাডিসন মাউন্টেনিয়ারিংয়ের গ্যারেট ম্যাডিসন বলেন, 'বিশ্বের যেকোনো ৬ হাজার ৫০০ মিটার উচ্চতার পর্বতকেও এ ক্ষেত্রে গ্রহণযোগ্য মানা হলে আরও যুক্তিযুক্ত হতো।'
তথ্য অনুযায়ী, নেপালে মোট ৪০০টির বেশি পর্বত অভিযাত্রার জন্য উন্মুক্ত আছে। এর মধ্যে ৭৪টি পর্বতের উচ্চতা ৭ হাজার মিটারের বেশি। তবে এসবের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে অল্প কিছু পর্বতই।